হুদাইদার আশপাশে সংঘর্ষ বন্ধ করুন: জাতিসংঘ
https://parstoday.ir/bn/news/west_asia-i65798-হুদাইদার_আশপাশে_সংঘর্ষ_বন্ধ_করুন_জাতিসংঘ
জাতিসংঘের মানবিক বিষয়ক আন্ডার সেক্রেটারি এবং জরুরি ত্রাণ সমন্বয়ক মার্ক লোকক ইয়েমেনের বন্দরনগরী হুদাইদার আশপাশে সংঘর্ষ বন্ধের আহ্বান জানিয়েছেন। হুদাইদার শহর ও বন্দেরর দখল নেয়ার জন্য গত বেশ কয়েকদিন ধরে সৌদি নেতৃত্বাধীন কয়েকটি দেশের নিয়মিত সেনা ও ভাড়াটে সন্ত্রাসীরা বড় রকমের আগ্রাসন চালাচ্ছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ১৪, ২০১৮ ১৪:২৪ Asia/Dhaka
  • মার্ক লোকক
    মার্ক লোকক

জাতিসংঘের মানবিক বিষয়ক আন্ডার সেক্রেটারি এবং জরুরি ত্রাণ সমন্বয়ক মার্ক লোকক ইয়েমেনের বন্দরনগরী হুদাইদার আশপাশে সংঘর্ষ বন্ধের আহ্বান জানিয়েছেন। হুদাইদার শহর ও বন্দেরর দখল নেয়ার জন্য গত বেশ কয়েকদিন ধরে সৌদি নেতৃত্বাধীন কয়েকটি দেশের নিয়মিত সেনা ও ভাড়াটে সন্ত্রাসীরা বড় রকমের আগ্রাসন চালাচ্ছে।

মার্ক লোকক বলেন, “ত্রাণ কার্যক্রম ও আমদানি তৎপরতা নির্বিঘ্ন করার জন্য হুদাইদা শহরের আশপাশে ও বন্দর এলাকায় সম্পূর্ণভাবে যুদ্ধ বন্ধের জন্য আমি সব পক্ষকে আহ্বান জানাচ্ছি।” গতকাল (মঙ্গলবার) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।  তিনি বলেন, গুরুত্বপূর্ণ স্থাপনা বিশেষ করে হুদাইদা বন্দরের সঠিক ব্যবহার নিশ্চিত করার ক্ষেত্রে জাতিসংঘ ভূমিকা রাখতে প্রস্তুত রয়েছে।

সৌদি আগ্রাসনের কারণে ইয়েমেনের এমন লাখ লাখ শিশু অপুষ্টিতে ভুগছে

এদিকে, ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহহিয়া সারিয়ি বলেছেন, হুদাইদা শহরে সাম্প্রতিক সংঘর্ষের জন্য সংযুক্ত আরব আমিরাত সম্পূর্ণভাবে দায়ী। গতকাল (মঙ্গলবার) রাজধানী সানায় এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।#  

পার্সটুডে/এসআইবি/১৪