লিবারম্যানের পর আরো এক ইসরাইলি মন্ত্রীর পদত্যাগ
https://parstoday.ir/bn/news/west_asia-i65820
অবরুদ্ধ গাজা উপত্যকায় আগ্রাসন চালানোর জের ধরে ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধমন্ত্রী এভিগডোর লিবারম্যানের পর এবার পদত্যাগ করলেন ইসরাইলি অভিবাসন বিষয়কমন্ত্রী সোফা ল্যান্ডভার। বুধবার রাতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন গত ৯ বছর ধরে অভিবাসন মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকারী এ মন্ত্রী।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
নভেম্বর ১৫, ২০১৮ ০৭:৪৭ Asia/Dhaka
  • সোফা ল্যান্ডভার
    সোফা ল্যান্ডভার

অবরুদ্ধ গাজা উপত্যকায় আগ্রাসন চালানোর জের ধরে ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধমন্ত্রী এভিগডোর লিবারম্যানের পর এবার পদত্যাগ করলেন ইসরাইলি অভিবাসন বিষয়কমন্ত্রী সোফা ল্যান্ডভার। বুধবার রাতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন গত ৯ বছর ধরে অভিবাসন মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকারী এ মন্ত্রী।

ল্যান্ডভার ইসরাইলের ডানপন্থি ‘ইসরাইল বেইতেইনু’ দল থেকে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট সরকারের মন্ত্রিসভায় স্থান পেয়েছিলেন। গাজায় আগ্রাসন চালাতে গিয়ে প্রতিরোধ যোদ্ধাদের হাতে ইহুদিবাদী বাহিনীর পরাজিত হওয়ার জের ধরে এসব পদত্যাগের ঘটনা ঘটল।

লিবারম্যান

বুধবার গাজা থেকে হামাস’সহ অন্যান্য প্রতিরোধ সংগঠনের ক্ষেপণাস্ত্র বৃষ্টির মুখে যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হয় নেতানিয়াহু সরকার। এরপর যুদ্ধমন্ত্রী লিবারম্যান পদত্যাগ করে জানান, হামাসের মোকাবিলায় যুদ্ধবিরতি মেনে নেয়ার অর্থ তাদের কাছে আত্মসমর্পন করা।

ইসরাইলের টিভি চ্যানেল-টেন বলেছে, লিবারম্যানের পদত্যাগের কারণে সংসদ ভেঙে দেওয়া হতে পারে। এর ফলে ইসরাইলে আগাম নির্বাচন অনুষ্ঠিত হবে। ইসরাইলি টিভি চ্যানেল-টুয়েন্টি এক প্রতিবেদনে জানিয়েছে, লিবারম্যানের পদত্যাগের মধ্যদিয়ে বিজয় হয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের।

হামাসও এক বিবৃতিতে বলেছে, লিবারম্যানের পদত্যাগ তাদের জন্য বড় বিজয়।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৫