মধ্যপ্রাচ্যে সংঘাত নিরসনে ভূমিকা রাখতে চায় ইরাক
(last modified Sun, 18 Nov 2018 12:45:21 GMT )
নভেম্বর ১৮, ২০১৮ ১৮:৪৫ Asia/Dhaka
  • বারহাম সালিহ
    বারহাম সালিহ

ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহ বলেছেন, ইরানের সঙ্গে সম্পর্ক ও অর্থনৈতিক সহযোগিতা ‌আরও বাড়ানোর ব্যাপারে আমরা অত্যন্ত আন্তরিক। ইরান সফর শেষে আজ (রোববার) এক টুইটার বার্তায় তিনি এ কথা বলেছেন।

বারহাম সালিহ আরও বলেছেন, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে ইরান ও ইরাকের সম্পর্ক ঐতিহাসিক। এই সম্পর্ক দুই দেশের মধ্যে দৃঢ় বন্ধন তৈরি করেছে। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ককে কাজে লাগিয়ে ইরাক মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের অবসান ঘটানোর চেষ্টা করবে বলে তিনি জানান। 

ইরাকের প্রেসিডেন্ট গতকাল ইরান সফর করেন। ইরানে তিনি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি ও প্রেসিডেন্ট ড. হাসান রুহানির সঙ্গে দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করেছেন। বৈঠকে ইরানের সর্বোচ্চ নেতা শত্রুদের মোকাবেলায় দৃঢ় অবস্থান গ্রহণের জন্য ইরাকি প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানান। 

আজ তিনি ইরান থেকে সৌদি আরব গেছেন। ইরান আসার আগে বারহাম সালিহ সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও জর্ডান সফর করেন।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৮

ট্যাগ