ইসরাইলের সঙ্গে সম্পর্কের চেষ্টা অপরাধ হিসেবে গণ্য হবে: হানিয়া
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক দপ্তরের প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, ইহুদিবাদী ইসরাইল হচ্ছে মুসলিম উম্মাহর প্রধান শত্রু। ফিলিস্তিন ইস্যুটি কেবল কোনো গোষ্ঠী, দল, জাতি বা অঞ্চলের সঙ্গে সম্পর্কিত নয় এটি গোটা মুসলিম উম্মাহর সঙ্গে জড়িত।
তিনি আজ তেহরানে চলমান ৩২তম ইসলামি ঐক্য সম্মেলনে ভিডিও লিঙ্কের মাধ্যমে দেওয়া বক্তৃতায় এসব কথা বলেছেন।
ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে যেকোনো ধরনের সম্পর্ক স্বাভাবিক করাকে অপরাধ হিসেবে ঘোষণা করে তিনি বলেনে, ফিলিস্তিনি জাতি কখনোই 'ডিল অব সেঞ্চুরি' ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেবে না। তিনি বলেন, দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রাম হচ্ছে ইসলামি ঐক্যের মাধ্যম। দখলদাররা ফিলিস্তিনকে ইহুদিকরণের আপ্রাণ চেষ্টা চালালেও তারা ঐতিহাসিক ও ভৌগোলিক বাস্তবতা পরিবর্তন করতে পারবে না।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে হানিয়া বলেন, বায়তুল মুকাদ্দাস এমনকি ফিলিস্তিনের এক বিঘৎ ভূখণ্ডও ইসরাইলকে দেওয়ার অধিকার ট্রাম্পের নেই।
হামাস নেতা বলেন, ফিলিস্তিনি ভূখণ্ড ফিরে পাওয়ার একমাত্র পথ হচ্ছে প্রতিরোধ সংগ্রাম। শত্রুদের নানা ষড়যন্ত্র সত্ত্বেও ইসলামি ঐক্য সম্মেলন আয়োজনকে গোটা উম্মাহর জন্য সুসংবাদ হিসেবে বর্ণনা করেন হানিয়া। তিনি বলেন, এই সম্মেলন প্রমাণ করছে মুসলমানরা যেকোনো পরিস্থিতিতে ঐক্যের পথে এগোতে পারে।
বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.)’র পবিত্র জন্মবার্ষিকী বা ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে প্রতি বছর ইরানে এই সম্মেলনের আয়োজন করা হয়। মুসলমানদের মধ্যে ঐক্য ও সংহতি জোরদার করার লক্ষ্যে মূলত ইরানের পক্ষ থেকে এ সম্মেলনের আয়োজন করা হয়।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৪