সৌদি রাজার আমন্ত্রণ রাখলেন না কাতারের আমির
সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠেয় উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসিসি’র শীর্ষ সম্মেলনে অংশ নেবেন না কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় আজ (রোববার) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা আহমাদ আর রুমাইহি এ তথ্য জানিয়ে বলেছেন, রিয়াদ সম্মেলনে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সা'দ মুরাইখি অংশ নেবেন। আমির সেখানে যাচ্ছেন না।
সৌদি রাজা সালমান বিন আব্দুল আজিজ সম্প্রতি কাতারের আমিরকে রিয়াদ সম্মেলনে অংশ নেওয়ার জন্য লিখিতভাবে আমন্ত্রণ জানিয়েছিলেন। আজ সৌদি আরবের রাজধানী রিয়াদে এ সম্মেলন অনুষ্ঠানের কথা রয়েছে।
কাতারের ওপর সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন প্রায় দেড় বছর ধরে সর্বাত্মক অবরোধ দিয়ে রেখেছে।
এর আগে কুয়েতের উপপররাষ্ট্রমন্ত্রী খালেদ আল-জারাল্লাহ নিশ্চিত করেছিলেন যে, এবারের শীর্ষ সম্মেলনে সদস্য ছয়টি দেশই যোগ দেবে। #
পার্সটুডে/সোহেল আহম্মেদ/৯
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন