তুর্কি সামরিক বাহিনীতে হিজাব নিষিদ্ধের দাবি; এরদোগানের কড়া প্রতিবাদ
(last modified Mon, 10 Dec 2018 10:45:44 GMT )
ডিসেম্বর ১০, ২০১৮ ১৬:৪৫ Asia/Dhaka
  • এরদোগান
    এরদোগান

তুরস্কের সেনাবাহিনীতে হিজাব নিষিদ্ধের দাবির কঠোর সমালোচনা করেছেন সেদেশের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। তিনি বলেছেন, তুরস্কের সব সরকারি প্রতিষ্ঠানে পোশাক পরার বিষয়ে স্বাধীনতা রয়েছে। যে কেউ যেকোনো পোশাক পরে অফিসে আসতে পারেন।

তুরস্কের সুপ্রিম কোর্টের একজন অ্যাটর্নি দাবি করেছেন, তুরস্কের সামরিক বাহিনীতে হিজাব পরতে দেওয়া হচ্ছে যা আইনের লঙ্ঘন। তুরস্কে ধর্মনিরপেক্ষতা বজায়ের বিষয়ে যে আইন রয়েছে তাতে হিজাব নিষিদ্ধের কথা বলা হয়েছে। 

এই বক্তব্যের প্রতিক্রিয়ায় এরদোগান আরও বলেছেন, হিজাবের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার মাধ্যমে ওই অ্যাটর্নিই জাতীয় আইন ও নীতিমালা লঙ্ঘন করেছেন।

তুরস্কে বর্তমানে জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি ক্ষমতায় রয়েছে। #

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১০ 

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন

ট্যাগ