সানা বিমানবন্দর ও সামরিক ঘাঁটিতে আবার হামলা চালিয়েছে সৌদি
(last modified Thu, 20 Dec 2018 12:16:29 GMT )
ডিসেম্বর ২০, ২০১৮ ১৮:১৬ Asia/Dhaka
  • সানা বিমানবন্দরে সৌদি বিমান হামলায় বিশাল গর্তের সৃষ্টি হয় (ফাইল ফটো)
    সানা বিমানবন্দরে সৌদি বিমান হামলায় বিশাল গর্তের সৃষ্টি হয় (ফাইল ফটো)

ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দর ও আদ-দাইলামি সামরিক ঘাঁটিতে কয়েক দফা বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। হুদাইদা বন্দর এলাকায় যখন ইয়েমেনের দুপক্ষ যুদ্ধবিরতি পালন করছে তখন সৌদি আরব রাজধানী সানার ওপর বিমান হামলা বাড়িয়ে দিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সামরিক সূত্র আল-মাসিরা টেলিভিশন চ্যানেলকে জানিয়েছে, গতকাল (বুধবার) বিকেলে সৌদি জঙ্গিবিমান কৌশলগত অবস্থানগুলোর ওপর তিনদফা হামলা চালায়। তবে এতে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সে সম্পর্কে ওই সূত্র তেমন কিছু জানায় নি।

হামলার বিষয়ে পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির অনুগত লোকজন এক বিবৃতিতে দাবি করেছে যে, হুথি সমর্থিত সেনারা একটি ড্রোন বের করেছিল যা দিয়ে তারা হামলার পরিকল্পনা করছিল। বিমান হামলায় ওই ড্রোন ধ্বংস হয়েছে বলে বিবৃতিতে দাবি করা হয়।   

এদিকে, গতকাল ইয়েমেনের উপকূলীয় শহর হুদাইদার আকাশে সৌদি আরবের একটি ড্রোনকে চক্কর দিতে দেখা গেছে। এছাড়া, হাজ্জাহ প্রদেশের হারাদ এলাকায় সৌদি আরব চারদফা বিমান হামলা চালায়। এসব হামলার জবাবে হুথি যোদ্ধা ও তাদের অনুগত সেনারা সৌদি ভাড়াটে সন্ত্রাসীদের অবস্থানে হামলা চালায়। এতে অনেক সন্ত্রাসী নিহত হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/২০

ট্যাগ