যুদ্ধবিরতি কমিটির বৈঠকের আগে হুদাইদায় বিক্ষিপ্ত সংঘর্ষ
(last modified Wed, 26 Dec 2018 11:28:23 GMT )
ডিসেম্বর ২৬, ২০১৮ ১৭:২৮ Asia/Dhaka
  • হুদাইদা শহর
    হুদাইদা শহর

ইয়েমেনের হুদাইদা শহরে যুদ্ধবিরতি পর্যবেক্ষণ কমিটির বৈঠকের আগ মুহূর্তে সেখানে বিক্ষিপ্ত সংঘর্ষ হয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, প্রতিদ্বন্দ্বী হুথি গেরিলা ও পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির অনুগতদের মধ্যে আজ (বুধবার) গুলি বিনিময় হয়।

এএফপি জানিয়েছে, হুদাইদা শহরের পূর্বদিকে ভারী গোলার শব্দ শোনা গেছে। হল্যান্ডের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর জেনারেল প্যাট্রিক কামেয়ার্তের সভাপতিত্বে যুদ্ধবিরতি পর্যবেক্ষণ কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে। তার আগ মুহূর্তে এ সংঘর্ষের খবর পাওয়া গেল। গত ১৮ ডিসেম্বর থেকে হুদাইদা শহরে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।

ইয়েমেনে মেজর জেনারেল প্যাট্রিক কামেয়ার্ত

কামেয়ার্ত গত রোববার হুথিদের নিয়ন্ত্রণে থাকা রাজধানী সানা থেকে হুদাইদা শহরে পৌঁছেছেন। তার আগে তিনি মানসুর হাদির অনুগত লোকজনের সঙ্গে এডেন শহরে বৈঠক করেন।  

জাতিসংঘের মধ্যস্থতায় ইয়েমেনের প্রতিদ্বন্দ্বী দু পক্ষ বেশ কয়েকদিনের আলোচনার পর হুদাইদা শহরে যুদ্ধবিরতি কার্যকরের বিষয়ে ঐকমত্যে পৌঁছায়। দুই পক্ষ তাদের যোদ্ধা সরিয়ে নিতে রাজি হয় এবং জাতিসংঘের পর্যবেক্ষক মোতায়েনের অনুমতি দেয়। হুদাইদা হচ্ছে ইয়েমেনের প্রধান বন্দর যার মাধ্যমে যুদ্ধবিধ্বস্ত দেশটিতে বেশিরভাগ পণ্য-সামগ্রী প্রবেশ করে।#  

পার্সটুডে/এসআইবি/২৬

ট্যাগ