সৌদি সফর করলেন সিরিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
(last modified Wed, 09 Jan 2019 17:36:32 GMT )
জানুয়ারি ০৯, ২০১৯ ২৩:৩৬ Asia/Dhaka
  • মেজর জেনারেল আলী মামলুক
    মেজর জেনারেল আলী মামলুক

সিরিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল আলী মামলুক সৌদি আরব সফর করেছেন। প্রেসিডেন্ট বাশার আল-আসাদের নেতৃত্বাধীন সরকারের সঙ্গে আরব দেশগুলোর যখন সম্পর্কের উন্নতি হচ্ছে তখন এ খবর বের হলো।

জেনারেল মামলুক হচ্ছেন প্রেসিডেন্ট আসাদের খুবই শীর্ষ পর্যায়ের একজন উপদেষ্টা। কয়েকদিন আগে তিনি তেলসমৃদ্ধ সৌদি আরব সফর করেছেন যাতে দু দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করা সম্ভব হয়। লেবাননের আরবি ভাষার দৈনিক পত্রিকা আল-জমহুরিয়া আজ (বুধবার) এ খবর দিয়েছে।

দামেস্কে চালু করা হয়েছে সংযুক্ত আরব আমিরাতের দূতাবাস

অজ্ঞাত কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি বলেছে, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন সিরিয়ার রাজধানী দামেস্কে দূতাবাস চালু করার পরপরই জেনারেল মামলুক সৌদি আরব সফর করেন।

সূত্রটি বলেছে, সৌদি আরব নিজেই কৌশলগত পরিবর্তনের জন্য প্রস্তুতি নিচ্ছে। ধারণা করা হচ্ছে- বাস্তবতা বুঝতে পেরে সৌদি আরব তার অবস্থান সম্পূর্ণ পাল্টে ফেলার চেষ্টা করছে অথবা সিরিয়ার সরকারকে ইরানের কাছ থেকে সরিয়ে আনতে চায়।#

পার্সটুডে/এসআইবি/৯

ট্যাগ