হুথি ড্রোন হামলায় আহত সৌদি ভাড়াটে গোয়েন্দা কর্মকর্তা মারা গেছেন
https://parstoday.ir/bn/news/west_asia-i67318-হুথি_ড্রোন_হামলায়_আহত_সৌদি_ভাড়াটে_গোয়েন্দা_কর্মকর্তা_মারা_গেছেন
ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনাদের ড্রোন হামলায় সৌদি আরবের একজন শীর্ষ পর্যায়ের ভাড়াটে গোয়েন্দা কর্মকর্তা মারা গেছেন। সৌদি ভাড়াটে সেনাদের দখলে থাকা ইয়েমেনের সবচেয়ে বড় সামরিক ঘাঁটিতে হুথি সমর্থিত সেনারা গত বৃহস্পতিবার ওই হামলা চালায়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ১৩, ২০১৯ ২১:০৭ Asia/Dhaka
  • ব্রিগেডিয়ার জেনারেল সালেহ তামাহ
    ব্রিগেডিয়ার জেনারেল সালেহ তামাহ

ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনাদের ড্রোন হামলায় সৌদি আরবের একজন শীর্ষ পর্যায়ের ভাড়াটে গোয়েন্দা কর্মকর্তা মারা গেছেন। সৌদি ভাড়াটে সেনাদের দখলে থাকা ইয়েমেনের সবচেয়ে বড় সামরিক ঘাঁটিতে হুথি সমর্থিত সেনারা গত বৃহস্পতিবার ওই হামলা চালায়।

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গত বৃহস্পতিবার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় লাহিজ প্রদেশের আল-আনাদ সামরিক ঘাঁটিতে প্যারেড চলার সময় হুথিরা ড্রোন দিয়ে হামলা চালায় এবং এতে সৌদি ভাড়াটে গোয়েন্দা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল সালেহ তামাহ আহত হন। হাসপাতাল সূত্র এএফপি-কে জানিয়েছে, জেনারেল তামাহর দেহে বেশ কয়েকটি অপারেশন চালানো হয় কিন্তু তিনি আজ (রোববার) সকালে মারা যান।

আল-আনাদ সামরিক ঘাঁটিতে হুথিদের ড্রোন হামলা

বৃহস্পতিবারের ওই হামলায় অন্তত সাতজন পদস্থ সেনা কর্মকর্তা মারা গেছেন। এছাড়া, ১১ জন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা আহত হয়েছেন। জাতিসংঘের মধ্যস্থতায় বন্দরনগরী হুদাইদায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও সৌদি আরব অব্যাহতভাবে বিমান হামলা চালালে জবাবে হুথি সমর্থিত সেনারা ওই ঘাঁটিতে ড্রোন হামলা চালায়।#

পার্সটুডে/এসআইবি/১৩