ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবেন না: চাদকে হামাস
https://parstoday.ir/bn/news/west_asia-i67531-ইসরাইলের_সঙ্গে_সম্পর্ক_স্বাভাবিক_করবেন_না_চাদকে_হামাস
ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য আফ্রিকার দেশ চাদ যে উদ্যোগ নিয়েছে তার বিরোধিতা করেছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটি চাদের এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছে। হামাস বলেছে, চাদের এ সিদ্ধান্ত ফিলিস্তিনি জনগণের পিঠে ছুরি মারার শামিল।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ২২, ২০১৯ ১৯:১১ Asia/Dhaka
  • সম্পর্ক স্বাভাবিক করার চুক্তিতে সই করেন নেতানিয়াহু ও ইদ্রিস দেবি
    সম্পর্ক স্বাভাবিক করার চুক্তিতে সই করেন নেতানিয়াহু ও ইদ্রিস দেবি

ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য আফ্রিকার দেশ চাদ যে উদ্যোগ নিয়েছে তার বিরোধিতা করেছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটি চাদের এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছে। হামাস বলেছে, চাদের এ সিদ্ধান্ত ফিলিস্তিনি জনগণের পিঠে ছুরি মারার শামিল।

গত রোববার ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চাদ সফরে যান। এ সফরের সময় নেতানিয়াহু এবং চাদের প্রেসিডেন্ট ইদ্রিস দেবি দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণা দেন।

গতকাল এক বিবৃতিতে হামাস এ সিদ্ধান্তের নিন্দা জানিয়ে বলেছে, দখলদার ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিপজ্জনক উদ্যোগ নিয়েছে চাদ। হামাস আরো বলেছে, সম্পর্ক স্বাভাবিক করার উদোগ না নিয়ে বরং দখলদার ইসরাইলকে একঘরে করার পদক্ষেপ নেয়া উচিত এবং ফিলিস্তিনিদের প্রতি সমর্থন অব্যাহত রাখা দরকার।#  

পার্সটুডে/এসআইবি/২২