সিরিয়ার সরকারি বাহিনীর ওপর মার্কিন রাসায়নিক হামলা
https://parstoday.ir/bn/news/west_asia-i68513-সিরিয়ার_সরকারি_বাহিনীর_ওপর_মার্কিন_রাসায়নিক_হামলা
সিরিয়ার পূর্বে আল-বাগুয এলাকায় রাসায়নিক হামলা চালিয়েছে আমেরিকা। মার্কিন নেতৃত্বাধীন জোটের বোমারু বিমান থেকে আজ সকালে সেখানে ওই হামলা চালানো হয়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ০২, ২০১৯ ১৯:২১ Asia/Dhaka
  • সিরিয়া মার্কিন হামলা পরবর্তী দৃশ্য (ফাইল ফটো)
    সিরিয়া মার্কিন হামলা পরবর্তী দৃশ্য (ফাইল ফটো)

সিরিয়ার পূর্বে আল-বাগুয এলাকায় রাসায়নিক হামলা চালিয়েছে আমেরিকা। মার্কিন নেতৃত্বাধীন জোটের বোমারু বিমান থেকে আজ সকালে সেখানে ওই হামলা চালানো হয়।

সিরিয়ার বিভিন্ন সূত্র জানিয়েছে, আজ সকালে সরকারি সেনারা যখন ওই উপশহরে আইএস জঙ্গিদের বিরুদ্ধে সামরিক অভিযান চালাচ্ছিল ঠিক তখনি সেনাদের লক্ষ্য করে আকাশ থেকে রাসায়নিক বোমা ফেলে মার্কিন জোটের বোমারু বিমান। এর ফলে বেশ কয়েক জন সেনা হতাহত হয়। 

এর আগের দিন শুক্রবারও আল-বাগুয উপশহরে অভিযানরত সিরিয় সেনাদের লক্ষ্য করে বোমা ফেলেছে মার্কিন নেতৃত্বাধীন জোট। আল-বাগুয শহরে অবস্থানরত আইএস জঙ্গিদের রক্ষা করতেই মার্কিন জোট সেখানে একের পর এক হামলা করছে বলে মনে করছে সিরিয়ার সূত্রগুলো। 

সিরিয়ার স্বাধীনচেতা প্রেসিডেন্ট বাশার আসাদকে ক্ষমতাচ্যুত করতে আমেরিকা ও তার মিত্র দেশগুলো সেদেশে সন্ত্রাসীদের লেলিয়ে দেয়। এরপর নানাভাবে সন্ত্রাসীদের সহযোগিতা করে যাচ্ছে। তবে মিত্র বাহিনীর সহযোগিতায় সন্ত্রাসীদের পরাজিত করতে সক্ষম হয়েছে সিরিয়ার সরকার। বর্তমানে দুই-একটি স্থানে এখনও আইএস জঙ্গিদের উপস্থিতি রয়েছে। সরকারি বাহিনী বলছে, ওই সব সন্ত্রাসীদের নির্মূল করা এখন সময়ের ব্যাপার মাত্র।#

পার্সটুডে/২

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন