সিরিয় শিশুদের জন্য সবচেয়ে প্রাণঘাতী বছর ছিল ২০১৮: ইউনিসেফ
https://parstoday.ir/bn/news/west_asia-i68788-সিরিয়_শিশুদের_জন্য_সবচেয়ে_প্রাণঘাতী_বছর_ছিল_২০১৮_ইউনিসেফ
জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ ঘোষণা করেছে, সিরিয়ার শিশুদের জন্য গত ২০১৮ সাল ছিল সবচেয়ে প্রাণঘাতী। ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিতা ফুরে এক বিবৃতিতে বলেছেন, সিরিয়ায় ২০১৮ সালে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর হামলায় এক হাজার ১০৬ টি শিশু নিহত হয়েছে। ২০১১ সালে সহিংসতা শুরুর পর সিরিয়ায় এক বছরে এত বেশি শিশু আর প্রাণ হারায় নি।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ১২, ২০১৯ ১৫:১২ Asia/Dhaka
  • সিরিয় শিশুদের জন্য সবচেয়ে প্রাণঘাতী বছর ছিল ২০১৮: ইউনিসেফ

জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ ঘোষণা করেছে, সিরিয়ার শিশুদের জন্য গত ২০১৮ সাল ছিল সবচেয়ে প্রাণঘাতী। ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিতা ফুরে এক বিবৃতিতে বলেছেন, সিরিয়ায় ২০১৮ সালে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর হামলায় এক হাজার ১০৬ টি শিশু নিহত হয়েছে। ২০১১ সালে সহিংসতা শুরুর পর সিরিয়ায় এক বছরে এত বেশি শিশু আর প্রাণ হারায় নি।

বিবৃতিতে আরও বলা হয়েছে, নিহত শিশুর প্রকৃত সংখ্যা এর চেয়ে বেশিও হতে পারে। কারণ সব মৃত্যুর তথ্য হয়তো জাতিসংঘের কাছে আসে নি।

ইউনিসেফের বিবৃতিতে বলা হয়েছে, এখনও সিরিয়ার অনেক এলাকায় শিশুরা মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। ইদলিবের পরিস্থিতি তুলে ধরে বলা হয়েছে, গত কয়েক সপ্তাহে সেখানে ৫৯টি শিশু নিহত হয়েছে। 

২০১১ সাল থেকে সিরিয়ায় বিদেশি মদদে সহিংসতা ছড়িয়ে দেওয়া হয়েছে। ইহুদিবাদী ইসরাইলের স্বার্থ নিশ্চিত করতে মুসলিম বিরোধী বড় ষড়যন্ত্রের অংশ হিসেবে এ কাজ করা হয়েছে।#

পার্সটুডে/১২

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন