সিরিয় জনগণ সম্ভাব্য সব পন্থায় গোলানকে উদ্ধার করবে: দামেস্ক
https://parstoday.ir/bn/news/west_asia-i69039-সিরিয়_জনগণ_সম্ভাব্য_সব_পন্থায়_গোলানকে_উদ্ধার_করবে_দামেস্ক
সিরিয়ার জনগণ সম্ভাব্য সব পন্থায় গোলান মালভূমিকে ইহুদিবাদী ইসরাইলের কবল থেক উদ্ধার করবে। গোলান নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক উক্তির পরিপ্রেক্ষিতে এ ঘোষণা দিয়েছে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ২২, ২০১৯ ১৫:৩৯ Asia/Dhaka
  • গোলাম মালভূমির একাংশ
    গোলাম মালভূমির একাংশ

সিরিয়ার জনগণ সম্ভাব্য সব পন্থায় গোলান মালভূমিকে ইহুদিবাদী ইসরাইলের কবল থেক উদ্ধার করবে। গোলান নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক উক্তির পরিপ্রেক্ষিতে এ ঘোষণা দিয়েছে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।

পাশাপাশি ট্রাম্পের বক্তব্যকে কঠোর নিন্দা করে একে দায়িত্বজ্ঞানহীন উক্তি হিসেবে অভিহিত করেছে সিরিয়া। সিরিয়া আরো বলেছে, ট্রাম্পের উক্তির মধ্য দিয়ে নিশ্চিত হওয়া যাচ্ছে যে ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসী আচরণকে অন্ধ সমর্থন যুগিয়ে চলেছে আমেরিকা।

এতে আরো বলা হয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এটি পরিষ্কার হয়ে উঠেছে যে আমেরিকার নৈতিকতাবিহীন নীতি বিশ্ব পরিস্থিতির অবনতি ঘটিয়ে চলেছে । এ নীতি বিশ্বের শান্তি ও স্থিতিশীলতা প্রতি হুমকি হয়ে দেখা দিয়েছে। আগ্রাসী এবং দাম্ভিক অভিলাষই এ নীতিতে ফুটে উঠেছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

ডোনাল্ড ট্রাম্প

বিবৃতিতে আমেরিকার আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ ইশতেহার বিশেষ করে ইশতেহার ৪৯৭ লঙ্ঘন করছে বলেও উল্লেখ করা হয়। ইশতেহার ৪৯৭'র মাধ্যমে গোলানে ইসরাইলি দখল প্রতিষ্ঠার পরিষ্কার বিরোধিতা করার পাশাপাশি এ জাতীয় তৎপরতাকে অবৈধ এবং গ্রহণযোগ্য নয় বলেও উল্লেখ করা হয়েছে।

১৯৬৭ সালে ৫ থেকে ১০ জুন পর্যন্ত সংঘটিত  আরব-ইসরাইলের ছয় দিনের যুদ্ধে সিরিয়ার গোলান মালভূমি দখল করে নেয় ইহুদিবাদী ইসরাইল। এদিকে আন্তর্জাতিক নীতি এবং জাতিসংঘের ইশতেহারের তোয়াক্কা না করে ট্রাম্প অধিকৃত গোলান মালভূমিতে ইহুদিবাদী ইসরাইলের সার্বভৌমত্বকে স্বীকৃতি দেয়ার পক্ষে টুইটবার্তায় বক্তব্য দেন। তার এ বার্তাকে কেন্দ্র করে প্রতিক্রিয়া প্রকাশ করেছে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।# 

পার্সটুডে/মূসা রেজা/২২

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন