রাজধানী ত্রিপোলির কাছে পৌঁছে গেছে হাফতার বাহিনী
https://parstoday.ir/bn/news/west_asia-i69375-রাজধানী_ত্রিপোলির_কাছে_পৌঁছে_গেছে_হাফতার_বাহিনী
লিবিয়ার বিদ্রোহী নেতা খলিফা হাফতারের অনুগত বাহিনী রাজধানী ত্রিপোলির উপকণ্ঠে পৌঁছে গেছে এবং সাবেক ত্রিপোলি আন্তর্জাতিক বিমানবন্দর অবরোধ করেছে। তার এ পদক্ষেপে দেশটিতে মারাত্মক রকমের সংঘর্ষ ছড়িয়ে পড়ার আশংকা দেখা দিয়েছে।  
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
এপ্রিল ০৬, ২০১৯ ১৬:২৬ Asia/Dhaka
  • ত্রিপোলির পথে হাফতার বাহিনী
    ত্রিপোলির পথে হাফতার বাহিনী

লিবিয়ার বিদ্রোহী নেতা খলিফা হাফতারের অনুগত বাহিনী রাজধানী ত্রিপোলির উপকণ্ঠে পৌঁছে গেছে এবং সাবেক ত্রিপোলি আন্তর্জাতিক বিমানবন্দর অবরোধ করেছে। তার এ পদক্ষেপে দেশটিতে মারাত্মক রকমের সংঘর্ষ ছড়িয়ে পড়ার আশংকা দেখা দিয়েছে।  

হাফতার ঘোষিত লিবিয়ান ন্যাশনাল আর্মির মুখপাত্র আহমাদ মিসমারি জানান, তাদের বাহিনী ত্রিপোলির কাছে তারহুনা ও আজিজিয়া শহরের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। এছাড়া, আশপাশের গ্রামগুলোর ওপরও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। ত্রিপোলি দখলের ক্ষেত্রে তিনি একে বড় ধরনের সাফল্য বলে মন্তব্য করেন। মিসমারি বলেন, এসব এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার অর্থ হচ্ছে তাদের বাহিনী কার্যত ত্রিপোলির ভেতরে অবস্থান করছে।  

এর আগে, গতকাল (শুক্রবার) ত্রিপোলি-ভিত্তিক সরকারের অনুগত বাহিনী হাফতার অনুগত বাহিনীকে একটি গুরুত্বপূর্ণ চেকপয়েন্ট থেকে হটিয়ে দেয়। ত্রিপোলি থেকে ওই চেকপয়েন্ট মাত্র ৩০ কিলোমিটার দূরে অবস্থিত। এসব ঘটনার পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গতকাল জরুরিভাবে রুদ্ধদ্বার বৈঠকে বসতে বাধ্য হয়। ত্রিপোলি-ভিত্তিক ফায়েজ আল-সারাজের সরকার হচ্ছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার।#  

পার্সটুডে/এসআইবি/এআর/৬