ট্রাম্পের 'ডিল অব সেঞ্চুরি' হচ্ছে যৌথ ষড়যন্ত্রের ফসল: ঈসা কাসেম
(last modified Tue, 28 May 2019 13:20:46 GMT )
মে ২৮, ২০১৯ ১৯:২০ Asia/Dhaka
  • শেইখ ঈসা কাসেম
    শেইখ ঈসা কাসেম

বাহরাইনের প্রখ্যাত আলেম শেইখ ঈসা কাসেম বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 'ডিল অব সেঞ্চুরি' হচ্ছে ফিলিস্তিনের বিরুদ্ধে আমেরিকা, ইহুদিবাদী ইসরাইল ও কয়েকটি আরব দেশের যৌথ ষড়যন্ত্রের ফসল।

তিনি এক বিবৃতিতে আরও বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনের স্বার্থবিরোধী এই পরিকল্পনা উত্থাপন করা হলেও কয়েকটি আরব সরকার তা বাস্তবায়নের দায়িত্ব নিয়েছে।

ঈসা কাসেম বলেন, 'ডিল অব সেঞ্চুরি' বাস্তবায়নে যারাই সহযোগিতা ও সমর্থন দেবে তারাই অপমানিত হবে। বাহরাইনের এই শীর্ষ আলেম বলেন, এই পরিকল্পনাটি ফিলিস্তিনি লক্ষ্য-আদর্শের পরিপন্থী। কিন্তু বিশ্বের কোনো দেশ ও সরকারেরই ফিলিস্তিনি জাতির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার নেই। আইন ও ধর্ম-এর কোনোটিই এ ধরণের অনুমতি কাউকে দেয় নি।

'ডিল অব সেঞ্চুরি' নামক যে পরিকল্পনা তৈরি করা হয়েছে তার বিস্তারিত বিবরণ এখনো প্রকাশিত হয়নি। তবে সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র জানিয়েছে, এ পরিকল্পনায় বায়তুল মুকাদ্দাসকে ইসরাইলের ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হয়েছে। এছাড়া ফিলিস্তিনি শরণার্থীদের মাতৃভূমিতে প্রত্যাবর্তনের অধিকার চিরতরে অস্বীকার করা হয়েছে এবং অবরুদ্ধ গাজা উপত্যকা ও জর্দান নদীর পশ্চিম তীরের সীমিত এলাকা নিয়ে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের কথা বলা হয়েছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ