হামাসের প্রতি সমর্থনের জন্য সৌদি আরবে ৬০ ব্যক্তি আটক: রিপোর্ট
(last modified Wed, 05 Jun 2019 08:10:23 GMT )
জুন ০৫, ২০১৯ ১৪:১০ Asia/Dhaka
  • হামাসের সমর্থনে অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে মিছিল (ফাইল ফটো)
    হামাসের সমর্থনে অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে মিছিল (ফাইল ফটো)

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসকে সমর্থন করার জন্য সৌদি কর্তৃপক্ষ ৬০ জনের বেশি ব্যক্তিকে আটক করেছে। লেবাননের দৈনিক আল-আখবার পত্রিকা এ খবর দিয়েছে। এসব ব্যক্তির বিরুদ্ধে সন্ত্রাসবাদে সমর্থন ও মানি লন্ডারিংয়ের অভিযোগ আনা হতে পারে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকটি সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি বলেছে, সৌদি সরকারের গোঁড়া কর্মকর্তারা গত দুই মাসের বেশি সময় ধরে হামাস সমর্থকদের বিরুদ্ধে এ ধরপাকড় অভিযান চালায়। এসময় ফিলিস্তিনের হামাস আন্দোলনের সঙ্গে সম্পর্ক রাখার দায়ে কয়েক ডজন সৌদি নাগরিককে আটক করা হয়।

আল-আখবার পত্রিকা জানিয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে সবচেয়ে খ্যাতিমান হচ্ছেন ড. মুহাম্মাদ আল-খুদারি। তিনি ১৯৯০ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত সৌদি আরবে হামাসের প্রতিনিধিত্ব করেছেন। কয়েক বছর আগে তিনি তার পদ থেকে সরে দাঁড়ালেও তাকে আটক করা হয়েছে এবং কঠিন অবস্থার ভেতরে বন্দী রাখা হয়েছে।

হামাস যোদ্ধাদের ফাইল ফটো

আল-আখবার বলছে, হামাস-বিরোধী অভিযানের পাশাপাশি সৌদি কর্মকর্তারা দেশ থেকে হামাসের তহবিলে যাতে কোনো অর্থ জমা না হতে পারে তার জন্য ব্যাংকিং চ্যানেলের ওপর কড়াকড়ি আরোপ করেছে।

গত দুই বছরে সৌদি সরকার দেশ থেকে ১০০’র বেশি ফিলিস্তিনি নাগরিককে বহিষ্কার করেছে। এদের বেশিরভাগের বিরুদ্ধে হামাসের সঙ্গে সম্পর্ক রাখার অভিযোগ আনা হয়। সৌদি সরকার ২০১৭ সাল থেকে ফিলিস্তিনিদের ব্যাংক একাউন্ট ও তহবিলের ওপর কঠোরতা আরোপ করেছে। রিয়াদ মনে করে, গাজাভিত্তিক এসব অর্থ হামাসের তহবিলে যেতে পারে। সৌদি সরকার হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করেছে।#  

পার্সটুডে/এসআইবি/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ