ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির কর্মসূচি জোরদার করেছে সৌদি আরব
-
সৌদি আরবের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির স্থাপনা
সৌদি আরব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির কর্মসূচি জোরদার করেছে। এ কাজে দেশটিকে কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে চীন।
এ ইস্যুর সঙ্গে ঘনিষ্ঠ তিনটি সূত্রের বরাত দিয়ে সিএনএন টেলিভিশন চ্যানেল মার্কিন গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার জানিয়েছে, রিয়াদ সরকার সম্প্রতি চীন থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির অবকাঠামো ও প্রযুক্তি কিনেছে এবং ক্ষেপণাস্ত্র তৈরির কার্যক্রম জোরদার করেছে।
সূত্রগুলো বলছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন প্রথম পর্যায়ে সৌদি আরবের ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিষয়টি কংগ্রেস সদস্যদের জানায় নি। ফলে ইস্যুটি এখন বিরোধী ডেমোক্র্যাদের ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা সরকারি চানেলের বাইরে থেকে এ বিষয়ে তথ্য পেয়েছে। তারা বলছে, ইচ্ছা করেই ট্রাম্প প্রশাসন এ বিষয়ে কংগ্রেসকে ব্রিফ করে নি।

সূত্রগুলো বলছে, সৌদি আরবের বালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি জোরদার করার কারণ পরিষ্কার নয় তবে ধারণা করা হচ্ছে পরমাণু ওয়ারহেড ব্যবহারের লক্ষ্য নিয়ে তারা এ কাজ জোরদার করেছে। অবশ্য, সৌদি আরবকে এখনো পরমাণু ওয়ারহেড সংগ্রহ করতে হবে।
সৌদি আরব আমেরিকার প্রধান অস্ত্র ক্রেতা কিন্তু ১৯৮৭ সালের মার্কিন সরকারের এক আইনের কারণে রিয়াদ ওয়াশিংটন থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কিনতে পারে না।#
পার্সটুডে/এসআইবি/৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।