ইউরোপের সন্ত্রাসী তালিকা থেকে নাম কাটার সিদ্ধান্তকে স্বাগত জানাল হামাস
(last modified Sat, 07 Sep 2019 12:26:42 GMT )
সেপ্টেম্বর ০৭, ২০১৯ ১৮:২৬ Asia/Dhaka
  • হাজিম কাসিম
    হাজিম কাসিম

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের মুখপাত্র হাজিম কাসিম বলেছেন, তাদের সংগঠনকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেওয়ার বিষয়ে ইউরোপীয় আদালত যে সিদ্ধান্ত নিয়েছে তা ইতিবাচক।  

তিনি বলেন, সিদ্ধান্তটি ইতিবাচক, তবে আমরা আশা করছি এ ধরনের সব তালিকা থেকে হামাসের নাম বাদ দেওয়া হবে।

হাজিম কাসিম বলেন, দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার এবং আন্তর্জাতিক আইন ও বিভিন্ন কনভেনশনে এ ধরনের প্রতিরোধ সংগ্রামকে স্বীকৃতি দেওয়া হয়েছে।

তিনি বলেন, হামাসসহ ফিলিস্তিনের যেকোনো সংগ্রামী সংগঠনকে সন্ত্রাসী তালিকাভুক্ত করা অন্যায় ও বেআইনি। কারণ দখলদারদের বিরুদ্ধে সংগ্রাম করা ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার। হামাসের মুখপাত্র আরও বলেন, যতদিন পর্যন্ত ফিলিস্তিন একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত না হবে এবং ফিলিস্তিনিদের অধিকার পুরোপুরি আদায় না হবে ততদিন হামাসের সংগ্রাম চলবে।

গত শুক্রবার হামাসের আইনজীবী খালিদ আল শোওলি জানিয়েছেন, লুক্সেমবুর্গ ভিত্তিক ইউরোপীয় আদালত হামাস এবং হামাসের সামরিক শাখা ইয্যাদ্দিন কাস্সাম ব্রিগেডকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দিয়েছে।#

পার্সটুডে/এসএ/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ