সিরিয়া সীমান্তের কাছে গণকবর খুঁজে পেয়েছে হাশদ্ আশ শাবি
-
ইরাকে আবিষ্কৃত একটি গণকবরের ছবি (ফাইল ফটো)
ইরাকের স্বেচ্ছাসেবী গণবাহিনী হাশদ্ আশ শাবি জানিয়েছে, এই বাহিনী আল আনবার প্রদেশের পশ্চিমে সিরিয়া সীমান্তের কাছে আলকায়েম প্রদেশে একটি গণকবর খুঁজে পেয়েছে।
ইরাকের জনপ্রিয় এই বাহিনী গতকাল (রোববার) এই খবর দিয়ে বলেছে, রোববার এই গণকবর তারা খুঁজে পায়। এই গণকবরে ১৫ জনের দেহাবশেষ পাওয়া গেছে এবং তাদের পরিচয় জানার পদক্ষেপ নেয়া হয়েছে বলে হাশদ্ আশ শাবির একজন কর্মকর্তা জানিয়েছেন। তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসএল বা আইএস ইরাকের বিস্তীর্ণ ভূখণ্ড দখল করে নানা অঞ্চলে বহু গণহত্যা চালিয়েছিল।
২০১৪ সালের দিকে আইএস-এর দখল-করা বেশিরভাগ অঞ্চল মুক্ত করতে সক্ষম হয় ইরাকের সশস্ত্র বাহিনী ও হাশদ্ আশ শাবি। সেই থেকে প্রায়ই নানা অঞ্চলে বহু গণকবর আবিষ্কৃত হচ্ছে। এসব কবরে বেসামরিক লোকদের ও সশস্ত্র বাহিনীর অনেক সদস্যের লাশ বা দেহাবশেষ পাওয়া যাচ্ছে।#
পার্সটুডে/এমএএইচ/৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।