ইরানের হরমুজ প্রণালী শান্তি প্রস্তাবকে স্বাগত জানাবে ওমান
(last modified Sat, 28 Sep 2019 11:29:31 GMT )
সেপ্টেম্বর ২৮, ২০১৯ ১৭:২৯ Asia/Dhaka
  • আলাভি
    আলাভি

ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানির হরমুজ প্রণালী শান্তি প্রস্তাবকে স্বাগত জানিয়েছে ওমান। ওমানের পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ বিন আলাভি বলেছেন, স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে পরিকল্পনাটি করা হয়ে থাকলে আমরা অবশ্যই সেটাকে স্বাগত জানাব। আল-মনিটর টিভি চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

আলাভি আরো বলেন, বর্তমান সংকটময় পরিস্থিতিতে ওমান মধ্যস্থতাকারী নয় বরং পরিস্থিতিকে স্বাভাবিক করতে ভূমিকা পালন করছে। ওমান পরিস্থিতি স্বাভাবিক করতে সাহায্য ও সহযোগিতা করবে বলে তিনি জানান।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি পারস্য উপসাগরীয় দেশগুলোকে নিয়ে একটি নয়া জোট গঠনের প্রস্তাব করেছেন।

তিনি বলেছেন, আমি পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীর ঘটনাবলীতে জড়িত সব দেশকে একটি জোট গঠনের আহ্বান জানাচ্ছি যার নাম হতে পারে কোয়ালিশন অব হোপ বা প্রত্যাশার জোট এই জোট হরমুজ প্রণালীসহ এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করবে বলে তিনি মন্তব্য করেন।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ