ইসরাইলকে খুশি করতেই হামাস সদস্যদের গ্রেফতার করেছে সৌদি আরব
https://parstoday.ir/bn/news/west_asia-i74041-ইসরাইলকে_খুশি_করতেই_হামাস_সদস্যদের_গ্রেফতার_করেছে_সৌদি_আরব
ইহুদিবাদী ইসরাইলকে খুশি করার জন্যই সৌদি আরব ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস সদস্যদের বিরুদ্ধে সম্প্রতি গ্রেফতার অভিযান চালাচ্ছে।
(last modified 2025-10-27T13:35:51+00:00 )
সেপ্টেম্বর ২৮, ২০১৯ ১৭:৩৯ Asia/Dhaka
  • হামাসের সমর্থনে গাজা উপত্যকায় নারীদের মিছিল
    হামাসের সমর্থনে গাজা উপত্যকায় নারীদের মিছিল

ইহুদিবাদী ইসরাইলকে খুশি করার জন্যই সৌদি আরব ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস সদস্যদের বিরুদ্ধে সম্প্রতি গ্রেফতার অভিযান চালাচ্ছে।

অনলাইন নিউজ পোর্টাল মিডল ইস্ট আই-কে একথা বলেছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। তারা বলছেন, ইসরাইলের সঙ্গে যখন সৌদি আরবের সম্পর্ক দিন দিন উষ্ণ হচ্ছে তখন রিয়াদ নেতাদের গ্রেফতার করছে। এসব বিশেষজ্ঞ বলেছেন, ইসরাইলকে সেবা দিতেই সৌদি আরব এ পদক্ষেপ নিয়েছে। গত ফেব্রুয়ারি মাস থেকে সৌদি সরকার হামাস নেতাদের বিরুদ্ধে গ্রেফতারি অভিযান শুরু করে।

হামাস নেতা মোহাম্মদ আল- খুদরি

হামাসের আন্তর্জাতিক গণমাধ্যম বিষয়ক প্রধান রাফাত মোরা বলেন, তারা বিষয়টি অনেকটা চুপিসারে সমাধান করার চেষ্টা করেছেন কিন্তু এখন পর্যন্ত কোনো ইতিবাচক ফলাফল নেই। হামাসের এ নেতা জানান, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে বেশ কিছু ব্যক্তি ও দেশকে রাজনৈতিক এবং কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে এ সমস্যা সমাধানের জন্য সম্পৃক্ত করা হয়েছে কিন্তু সৌদি সরকার এ প্রচেষ্টায় কোনো সাড়া দেয় নি। রাজনৈতিক ও কূটনৈতিক প্রচেষ্টায় কুয়েতের মতো দেশ জড়িত বলে তিনি জানান।

রাফাত মোরা জানান, সমাধানের প্রচেষ্টা চালানোর পর সৌদি আরবে হামাস নেতাদের আরো বেশি করে আটক করার পদক্ষেপ নিয়েছে। এরই অংশ হিসেবে সম্প্রতি হামাস নেতা মোহাম্মদ আল- খুদরিকে আটক করেছে সৌদি আরব। এ নেতা গত ৩০ বছর ধরে সৌদি আরবে হামাসের প্রতিনিধিত্ব করে আসছিলেন।#

পার্সটুডে/এসআইবি/২৮