সৌদি আরবে বাস দুর্ঘটনায় ৩৫ ওমরা যাত্রী নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i74530-সৌদি_আরবে_বাস_দুর্ঘটনায়_৩৫_ওমরা_যাত্রী_নিহত
সৌদি আরবের পবিত্র মক্কা নগরী থেকে পবিত্র মদিনায় যাওয়ার পথে বাস দুর্ঘটনায় ৩৫ জন ওমরাহ যাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার মদিনা শহরের কাছে সন্ধ্যা ৭টায় এই দুর্ঘটনা ঘটে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ১৭, ২০১৯ ১৩:১৫ Asia/Dhaka
  • সৌদি আরবে বাস দুর্ঘটনায় ৩৫ ওমরা যাত্রী নিহত

সৌদি আরবের পবিত্র মক্কা নগরী থেকে পবিত্র মদিনায় যাওয়ার পথে বাস দুর্ঘটনায় ৩৫ জন ওমরাহ যাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার মদিনা শহরের কাছে সন্ধ্যা ৭টায় এই দুর্ঘটনা ঘটে।

আহত হয়েছেন অন্তত ৪ জন। আহতদের নিকটবর্তী হাসপাতালে চিকিত্সা চলছে। তবে তাদের অবস্থা ভালো নয়।

ওমরা হজ পালনকারী এসব ব্যক্তি একটি বেসরকারি বাসে ছিলেন। তারা একটি বাসে করে মদিনায় যাচ্ছিলেন। মদিনা শহরে ঢোকার কিছু আগে একটি ভারী মালবাহি গাড়ির সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। দুটো গাড়িই যথেষ্ট গতিতে যাচ্ছিল। ফলে আঘাতের তীব্রতাও হয় অনেক বেশি।

স্থানীয় সংবাদমাধ্যম দুর্ঘটনার পরের যে ছবি প্রকাশ করেছে তাতে দেখা গেছে বাসটি আগুনে জ্বলছে। প্রতিটি জানলার কাচই ভেঙে গেছে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩৫ জন ওমরা যাত্রীর। #

পার্সটুডে/এসএ/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।