মার্কিন ভাইস প্রেসিডেন্টের গোপন সফরের নিন্দা করলেন সাবেক প্রধানমন্ত্রী
https://parstoday.ir/bn/news/west_asia-i75448
ইরাকের সাবেক প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি গোপনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের সফরের সমালোচনা এবং নিন্দা করেছেন।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
নভেম্বর ২৪, ২০১৯ ১৬:১৬ Asia/Dhaka
  • হায়দার আল-এবাদি
    হায়দার আল-এবাদি

ইরাকের সাবেক প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি গোপনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের সফরের সমালোচনা এবং নিন্দা করেছেন।

সম্প্রতি মাইক পেন্স গোপনে ইরাকের কুর্দিস্তান অঞ্চল সফর করেছন। এ ঘটনাকে ইরাকের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে হায়দার আল-এবাদি মন্তব্য করেন। তিনি বলেন, ইরাকের রাজধানী বাগদাদ;এরবিল নয়।

মাইক পেন্স

ইরাকের সাবেক প্রধানমন্ত্রী ও ভিক্টোরি অ্যালায়েন্সের প্রধান আরো বলেন, মাইক পেন্সের এ সফরের মধ্যদিয়ে পরিষ্কার হয়েছে যে, মার্কিন কর্মকর্তারা ইরাকের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখাতে চান না। তিনি বলেন, বাগদাদের কর্মকর্তাদের সঙ্গে দেখা করার মতো সময় ও সুযোগ না থাকলে মার্কিন প্রেসিডেন্টের উচিত ছিল এ সফর বাতিল করা।  

গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মাইক পেন্স ইরাকের আনবার প্রদেশের আইন আল-আসাদ ঘাঁটিতে নামার পর তিনি ইরাকের বর্তমান প্রধানমন্ত্রী আদেল আবদুল মাহদির কাছে ফোন করেন। ইরাক যখন প্রচণ্ড বিক্ষোভ মোকাবেলা করে ধীরে ধীরে স্থিতিশীল হয়ে উঠছে তখন মাইক পেন্স গোপনে কুর্দিস্তান অঞ্চল সফর করলেন।#

পার্সটুডে/এসআইবি/২৪