ইরাকে মার্কিন বিমানঘাঁটিতে আঘাত হানল রকেট
https://parstoday.ir/bn/news/west_asia-i75670-ইরাকে_মার্কিন_বিমানঘাঁটিতে_আঘাত_হানল_রকেট
ইরাকের আনবার প্রদেশের আইন আল-আসাদ বিমানঘাঁটিতে অন্তত পাঁচটি রকেট আঘাত হেনেছে। গতকাল (মঙ্গলবার) এ হামলা হয়েছে বলে ইরাকের একজন সামরিক কর্মকর্তা এক বিবৃতিতে জানিয়েছেন।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
ডিসেম্বর ০৪, ২০১৯ ১৩:১৮ Asia/Dhaka
  • আইন আল-আসাদ বিমানঘাঁটি
    আইন আল-আসাদ বিমানঘাঁটি

ইরাকের আনবার প্রদেশের আইন আল-আসাদ বিমানঘাঁটিতে অন্তত পাঁচটি রকেট আঘাত হেনেছে। গতকাল (মঙ্গলবার) এ হামলা হয়েছে বলে ইরাকের একজন সামরিক কর্মকর্তা এক বিবৃতিতে জানিয়েছেন।

আনবার প্রদেশের এ বিমান ঘাঁটিতে মার্কিন সেনা মোতায়েন রয়েছে এবং সেখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স গোপনে সফর করেছেন।

গতকালের হামলায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায় নি। এ ব্যাপারে কোনো বিস্তারিত তথ্যও দেন নি ইরাকি সামরিক কর্মকর্তা। এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী হামলার দায়িত্ব স্বীকার করে নি।

আইন আল-আসাদ ঘাঁটি পরিদর্শনের সময় সেনাদের সঙ্গে সস্ত্রীক ছবি তোলেন প্রেসিডেন্ট ট্রাম্প

গত বছরের ডিসেম্বর মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অঘোষিতভাবে এই ঘাঁটি সফর করেছিলেন। এছাড়া, গত মাসে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স গোপনে এ ঘাঁটি সফর করেন। মার্কিন সেনাদের সঙ্গে থ্যাংকসগিভিং ডে উদযাপনের নামে তিনি মূলত ঘাঁটি সফর করেন।

ইরাকে মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতির বিরুদ্ধে জনমনে ব্যাপক ক্ষোভ রয়েছে এবং গত মাসে ইরাকের কয়েকটি মার্কিন ঘাঁটি এবং কূটনৈতিক মিশনে রকেট হামলার মতো ঘটনা ঘটেছে।#

পার্সটুডে/এসআইবি/৪