ইসরাইলি গবেষণা জাহাজের তৎপরতা রুখে দিল তুর্কি জাহাজ
https://parstoday.ir/bn/news/west_asia-i75961-ইসরাইলি_গবেষণা_জাহাজের_তৎপরতা_রুখে_দিল_তুর্কি_জাহাজ
ইহুদিবাদী ইসরাইলের একটি কথিত গবেষণা জাহাজের তৎপরতা রুখে দিয়েছে তুরস্কের যুদ্ধজাহাজ। ভূমধ্যসাগরে সাইপ্রাসের পানিসীমায় এ ঘটনা ঘটে। তুরস্ক ওই এলাকাকে নিজের বলে দাবি করে আসছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ১৫, ২০১৯ ১৬:১৯ Asia/Dhaka
  • ভূমধ্যসাগরে তুরস্কের ড্রিলিং জাহাজকে পাহারা দিচ্ছে তুরস্কের একটি ফ্রিগেট
    ভূমধ্যসাগরে তুরস্কের ড্রিলিং জাহাজকে পাহারা দিচ্ছে তুরস্কের একটি ফ্রিগেট

ইহুদিবাদী ইসরাইলের একটি কথিত গবেষণা জাহাজের তৎপরতা রুখে দিয়েছে তুরস্কের যুদ্ধজাহাজ। ভূমধ্যসাগরে সাইপ্রাসের পানিসীমায় এ ঘটনা ঘটে। তুরস্ক ওই এলাকাকে নিজের বলে দাবি করে আসছে।

তুর্কি জাহাজের বাধার মুখে ইসরাইলি জাহাজ ওই এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হয়। ধারণা করা হচ্ছে- তুরস্কের এই পদক্ষেপের কারণে ইসরাইলের একটি প্রকল্পের ওপর নেতিবাচক প্রভাব পড়বে। ভূমধ্য সাগরের ওই এলাকা দিয়ে ইহুদিবাদী ইসরাইল একটি গ্যাস পাইপলাইন প্রকল্প বাস্তবায়ন করতে চায় যার মাধ্যমে ইসরাইল থেকে ইউরোপে গ্যাস সরবরাহ করা হবে।

ইসরাইলের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তার বরাত দিয়ে চ্যানেল থারটিন গতকাল এক রিপোর্টে বলেছে, দুই সপ্তাহ আগে ভূমধ্যসাগরের গালিম এলাকায় এ ঘটনা ঘটেছে। তুরস্কের যুদ্ধজাহাজ থেকে ইজরাইলি জাহাজে তুর্কি সেনা কর্মকর্তারা রেডিও বার্তা পাঠান এবং ওই এলাকায় ইসরাইলি জাহাজের কী কাজ তা জানতে চান। ইসরাইলি জাহাজ থেকে সন্তোষজনক কোনো জবাব না পেয়ে তুর্কি জাহাজ ইসরাইলি জাহাজকে এলাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেয়। তুর্কি নৌ বাহিনীর নির্দেশের মুখে কোনো উপায়ান্তর না দেখে ইসরাইলি জাহাজটি এলাকা ছেড়ে চলে যায়।

ইজরাইলি টেলিভিশন চ্যানেল থার্টিনের রিপোর্ট অনুযায়ী, ইহুদিবাদী ইসরাইল সাইপ্রাস সরকারের সহযোগিতা নিয়ে সেখানে গবেষণা কর্মকাণ্ড পরিচালনা করছিল।

গত কয়েক বছর ধরে তুরস্ক ভূমধ্যসাগরের এ এলাকায় জ্বালানি তেলের সন্ধানে বেশ কয়েকবার যুদ্ধজাহাজ এবং ড্রিলিং জাহাজ পাঠিয়েছে। সম্প্রতি পূর্ব ভূমধ্যসাগরে গ্যাসক্ষেত্র আবিষ্কার নিয়ে তুরস্ক, গ্রীস এবং সাইপ্রাসের মধ্যে উত্তেজনা বেড়ে গেছে।#

পার্সটুডে/এসআইবি/১৫