ইয়েমেনিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবের বহু সেনা হতাহত
https://parstoday.ir/bn/news/west_asia-i76246-ইয়েমেনিদের_ব্যালিস্টিক_ক্ষেপণাস্ত্র_হামলায়_সৌদি_আরবের_বহু_সেনা_হতাহত
ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনাবাহিনীর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবের বেশ কয়েকজন সেনা হতাহত হয়েছে। সৌদি আরবের নাজরান প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে ইয়েমেনের সেনারা ওই হামলা চালায়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ২৮, ২০১৯ ১৫:১৫ Asia/Dhaka
  • ইয়েমেনি সেনাদের ছোঁড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র
    ইয়েমেনি সেনাদের ছোঁড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র

ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনাবাহিনীর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবের বেশ কয়েকজন সেনা হতাহত হয়েছে। সৌদি আরবের নাজরান প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে ইয়েমেনের সেনারা ওই হামলা চালায়।

ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি গতকাল (শুক্রবার) জানিয়েছেন, সৌদি আরবের নাজরান প্রদেশের বীর আসকার ক্যাম্পে বাদ্‌র পি-ওয়ান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হানা হয়।

ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি

তিনি জানান, ক্ষেপণাস্ত্রের আঘাতে সৌদি আরবের বহু সেনা হতাহত হয়েছে। জেনারেল সারিয়ি জানান, ইয়েমেনের বেসামরিক জনগণের ওপর সৌদি আরবের বর্বর বিমান হামলার জবাবে নাজরান প্রদেশের ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।

গত মঙ্গলবার ইয়েমেনের পর্বতঘেরা সা'দা প্রদেশের একটি বাজারে সৌদি আরব বিমান হামলা চালায়। ওই বাজারে সৌদি আরব এক মাসে অন্তত তিনবার হামলা চালিয়েছে যাতে শুধুই বেসামরিক লোকজন নিহত হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/২৮