মার্কিন সেনা হটাতে প্রয়োজনে ভিন্ন পন্থা অবলম্বনের হুঁশিয়ারি মুক্তাদা সাদ্‌রের
https://parstoday.ir/bn/news/west_asia-i76317
ইরাকের প্রভাবশালী আলেম ও রাজনৈতিক নেতা মুক্তাদা সাদ্‌র বলেছেন, তিনি মার্কিন সেনা উপস্থিতির অবসান ঘটাতে হাশ্‌দ আশ শাবির সঙ্গে কাজ করতে প্রস্তুত আছেন। ইরাকের জনপ্রিয় আধাসামরিক বাহিনী হাশ্‌দ আশ শাবির কয়েকটি ঘাঁটিতে মার্কিন বিমান হামলার পর তিনি এ কথা বললেন।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
ডিসেম্বর ৩১, ২০১৯ ১০:০৬ Asia/Dhaka
  • মুক্তাদা সাদ্‌র
    মুক্তাদা সাদ্‌র

ইরাকের প্রভাবশালী আলেম ও রাজনৈতিক নেতা মুক্তাদা সাদ্‌র বলেছেন, তিনি মার্কিন সেনা উপস্থিতির অবসান ঘটাতে হাশ্‌দ আশ শাবির সঙ্গে কাজ করতে প্রস্তুত আছেন। ইরাকের জনপ্রিয় আধাসামরিক বাহিনী হাশ্‌দ আশ শাবির কয়েকটি ঘাঁটিতে মার্কিন বিমান হামলার পর তিনি এ কথা বললেন।

মুক্তাদা সাদ্‌র আরও বলেন, তিনি রাজনৈতিক ও আইনসংগত উপায়ে ইরাক থেকে মার্কিন সেনাদের বের করে দিতে চান। কিন্তু রাজনৈতিক ও আইনি পথে কাজ না হলে ভিন্ন পন্থা অবলম্বনেরও হুমকি দেন তিনি।

একইসঙ্গে মুক্তাদা সাদ্‌র জনগণের উদ্দেশে বলেন, ইরাকে হামলার অজুহাত সৃষ্টি করে এমন কোনো কাজ আপনারা করবেন না।

মুক্তাদা সাদ্‌র প্রথম থেকেই ইরাকে মার্কিন সেনা উপস্থিতির বিরোধিতা করে আসছেন। ২০০৩ সালে আগ্রাসন শুরুর পর বহু বছর ধরে মুক্তাদা সাদ্‌রের অনুগত যোদ্ধারা মার্কিন বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছে।

রোববার সন্ধ্যায় ইরাকের জনপ্রিয় বাহিনী হাশ্‌দ আশ শাবির কয়েকটি সামরিক ঘাঁটিতে মার্কিন হামলায় প্রায় ৩০ জন নিহত ও ৫০ জন আহত হয়। ইরাকের সরকার ও রাজনৈতিক নেতারা এই হামলার প্রতিবাদ জানিয়েছেন।

ইরাক সরকার ওই হামলার পর সেদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে এনে প্রতিবাদ জানিয়েছে। ইরাক সরকার বলেছে, এই হামলার ফলে আমেরিকার সঙ্গে তাদের সম্পর্ক ঝুঁকির মুখে পড়েছে। মার্কিন বাহিনী সেদেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে।#

পার্সটুডে/এসএ/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।