সিরিয়া থেকে অনুগত গেরিলাদের লিবিয়ায় পাঠাতে চায় তুরস্ক: রিপোর্ট
-
ফ্রি সিনিয়ান আর্মির গেরিলা
তুরস্ক সরকার সিরিয়া থেকে বহুসংখ্যক অনুগত গেরিলাকে লিবিয়ায় পাঠানোর পরিকল্পনা করছে। ত্রিপোলিভিত্তিক লিবিয়ার সরকারকে সামরিক সমর্থন দেয়ার জন্য তুরস্ক যে পরিকল্পনা নিয়েছে তার অংশ হিসেবে আঙ্কারা এসব গেরিলা পাঠানোর চিন্তা করছে।
তুরস্কের দুজন সরকারি কর্মকর্তা এবং দুটি আলাদা সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে। এসব সূত্র নাম প্রকাশ না করার শর্তে গতকাল (সোমবার) রয়টার্সকে বলেছেন, তুরস্কের সরকার কথিত ফ্রি সিরিয়ান আর্মি বা এফএসএ’র গেরিলাদেরকে লিবিয়ায় পাঠাতে চায় তবে এখনো এসব গেরিলাকে লিবিয়ায় পাঠানো হয় নি।

সূত্রগুলো বলছেন, এফএসএ গেরিলাদের সম্ভাব্য মোতায়েনের বিষয়টি নিয়ে আলাপ-আলোচনা এবং পর্যালোচনা চলছে; এ নিয়ে এরই মধ্যে কয়েক দফা বৈঠক হয়েছে। সূত্রগুলো আরো জানিয়েছেন, লিবিয়ায় গেরিলা মোতায়েনের বিষয়টি বেশ জোরালোভাবেই বিবেচনা করা হচ্ছে।
ফ্রি সিরিয়ান আর্মির গেরিলারা ২০১১ সাল থেকে সিরিয়া সরকারের বিরুদ্ধে সহিংসতা চালিয়ে আসছে। শুরু থেকেই এসব গেরিলাকে তুরস্ক সব ধরনের সমর্থন ও পৃষ্ঠপোষকতা দিয়েছে। এর পাশাপাশি সিরিয়ার অভ্যন্তরে তুরস্ক যে সমস্ত অভিযান চালিয়েছে তাতে ফ্রি সিরিয়ান আর্মির গেরিলারা তুর্কি সেনাদেরকে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করেছে।#
পার্সটুডে/এসআইবি/৩১