গোপনে ফিলিস্তিন সফর করেছেন সিআইএ প্রধান
-
জিনা হাসপেল
মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ'র প্রধান জিনা হাসপেল গোপনে অধিকৃত ফিলিস্তিনের রামাল্লাহ শহর সফর করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার কথিত ডিল অব দ্য সেঞ্চুরি বা শতাব্দীর সেরা চুক্তি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করার পর জিনা হাসপেল এই সফর করলেন। ট্রাম্পের কথিত শান্তি পরিকল্পনা ফিলিস্তিনের সমস্ত রাজনৈতিক দল প্রত্যাখ্যান করেছে।
বৃহস্পতিবার জিনা হাসপেল রামাল্লা পৌঁছে ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। যখন ফিলিস্তিনি নেতারা বলছেন, ট্রাম্পের কথিত শান্তি পরিকল্পনা প্রকাশের পর তারা ওয়াশিংটন ও ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করবেন তখন জিনা হাসপেল রামাল্লা সফর করলেন। ইসরাইলের কয়েকটি গণমাধ্যম এ খবর জানিয়েছে।

ইসরাইলি গণমাধ্যম বলছে, রামাল্লা সফর করলেও ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রধান মাহমুদ আব্বাসের সঙ্গে তিনি সাক্ষাৎ করতে পারেন নি। এ সফরে তিনি ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের গোয়েন্দা পরিচালক মাজিদ ফারাজ এবং ফিলিস্তিন-ইসরাইল আন্তঃসম্পর্ক বিষয়ক মন্ত্রী হোসেন আশ-শেখের সঙ্গে সাক্ষাৎ করেন। এসব বৈঠকে জিনা হাসপেল ফিলিস্তিনি কর্মকর্তাদের নিশ্চিত করেন যে, অধিকৃত পশ্চিম তীরে যেসব অবৈধ ইহুদি বসতি রয়েছে, আগামী মার্চে অনুষ্ঠেয় ইসরাইলের নির্বাচনের আগে তেল আবিব সেগুলোকে সংযুক্ত করবে না। ইসরাইলি গণমাধ্যমগুলো বলছে, জিনা হাসপেল একই বার্তা ইসরাইলের কর্মকর্তাদেরকেও দিয়েছেন।
এদিকে, গতকাল (শনিবার) মিশরের রাজধানী কায়রোয় আরব লীগের শীর্ষ সম্মেলনে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, তার সরকার ইহুদিবাদী ইসরাইল এবং ওয়াশিংটনের সঙ্গে আর কোনো রকম সম্পর্ক রাখবে না।#
পার্সটুডে/এসআইবি/২