কার্টুনিস্টদের দৃষ্টিতে ট্রাম্পের 'ডিল অব দ্যা সেঞ্চুরি'
(last modified Tue, 04 Feb 2020 14:25:17 GMT )
ফেব্রুয়ারি ০৪, ২০২০ ২০:২৫ Asia/Dhaka
  • কার্টুনিস্টদের দৃষ্টিতে ট্রাম্পের 'ডিল অব দ্যা সেঞ্চুরি'

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গত ২৮ জানুয়ারি ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যকার দ্বন্দ্ব-সংঘাত নিরসনের নাম করে ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ পরিকল্পনা প্রকাশ করেন। তবে এতে ফিলিস্তিনের আল-কুদস বা জেরুজালেম শহরকে ইহুদিবাদী ইসরাইলের অবিভক্ত রাজধানী হিসেবে উল্লেখ করা হয়েছে।

মার্কিন-ইহুদিবাদী এই পরিকল্পনায় বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত ফিলিস্তিনি শরণার্থীদেরকে তাদের মাতৃভূমিতে ফিরে যাওয়ার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। এ ছাড়া, জর্দান নদীর পশ্চিম তীরের মাত্র ৭০ ভাগ ভূমি ও গাজা উপত্যকা নিয়ে একটি দুর্বল ফিলিস্তিন রাষ্ট্র গঠনের কথা বলা হয়েছে।  

ফিলিস্তিনের সমস্ত রাজনৈতিক দল, ইসলামি সহযোগিতা সংস্থা ওআইসি, ইসলামি প্রজাতন্ত্র ইরান, তুরস্কসহ বিভিন্ন দেশ ও সংস্থা ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রধান মাহমুদ আব্বাস বলেছেন, ‘এই পরিকল্পনা ইতিহাসের ডাস্টবিনে পড়ে থাকবে’।  হামাস বলেছে, ‘ট্রাম্পের পক্ষ থেকে কাগজের ওপর যে চুক্তি লেখা হয়েছে তার কোনো মূল্য নেই বরং জেরুজালেম ফিলিস্তিনেরই থাকবে।’

ইসলামী প্রজাতন্ত্র ইরান বলেছে এটা ‘শতাব্দীর সেরা বিশ্বাসঘাতকতা।’ প্রেসিডেন্ট রুহানি একে ‘শতাব্দীর সবচেয়ে ঘৃণ্য পরিকল্পনা’ হিসেবে আখ্যায়িত করেছেন। এছাড়া, লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহও একে ‘ডিল অব শেইম’ হিসেবে আখ্যায়িত করেছে।

ট্রাম্পের 'ডিল অব দ্যা সেঞ্চুরি' পরিকল্পনার বিষয়ে কার্টুন এঁকেছেন ইরানসহ বিশ্বের বিভিন্ন দেশের কার্টুনিস্টরা। এখানে কিছু কার্টুন তুলে ধরা হলো।#

পার্সটুডে/আশরাফুর রহমান/৪

ট্যাগ