ইসলামি জিহাদ কমান্ডারদের হত্যাকাণ্ডের নিন্দা জানাল হিজবুল্লাহ
-
হিজবুল্লাহর পতাকা
ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের শীর্ষস্থানীয় কমান্ডারদের ওপর ইহুদিবাদী ইসরাইলি বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ।
রোববার রাতে সিরিয়ার রাজধানী দামেস্কে ফিলিস্তিনের জিহাদ আন্দোলনের কয়েকটি অবস্থানে বিমান হামলা চালায় বর্ণবাদী ইসরাইলি সেনারা। হামলায় জিহাদ আন্দোলনের সামরিক শাখা আল-কুদস ব্রিগেডের দুই কমান্ডার শহীদ হন।

লেবাননের হিজবুল্লাহ এক বিবৃতিতে এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বলেছে, ইসলামি জিহাদ আন্দোলনের অবস্থানে ইহুদিবাদী সেনাদের এই বর্বরোচিত হামলা ও দুই কমান্ডারের শাহাদাতের ফলে ফিলিস্তিনি জনগণের স্বাধীকার আন্দোলন থেমে যাবে না; বরং তা বহুগুণে বৃদ্ধি পাবে।
হিজবুল্লাহর বিবৃতিতে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরাইলি অপরাধযজ্ঞের ব্যাপারে আরব রাষ্ট্রগুলোর অর্থপূর্ণ নীরবতার নিন্দা জানিয়ে বলা হয়, বিশ্বের সকল স্বাধীনচেতা মানুষের উচিত ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানানো। #
পার্সটুডে/এমএমআই/২৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।