লিবিয়ায় বিদেশি সন্ত্রাসীদের প্রবেশে সহযোগিতা করছে তুরস্ক: রাশিয়ার অভিযোগ
https://parstoday.ir/bn/news/west_asia-i77777-লিবিয়ায়_বিদেশি_সন্ত্রাসীদের_প্রবেশে_সহযোগিতা_করছে_তুরস্ক_রাশিয়ার_অভিযোগ
রাশিয়া অভিযোগ করেছে, লিবিয়ায় বিদেশি সন্ত্রাসীদের প্রবেশে সহযোগিতা করছে তুরস্ক। লিবিয়ার বিদ্রোহীরা আন্তর্জাতিক সম্প্রদায় স্বীকৃতি ত্রিপোলিভিত্তিক সরকারকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করছে তবে তাতে বাধা দিচ্ছে তুরস্ক।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
ফেব্রুয়ারি ২৬, ২০২০ ২১:২২ Asia/Dhaka
  • লিবিয়ায় বিদেশি সন্ত্রাসীদের প্রবেশে সহযোগিতা করছে তুরস্ক: রাশিয়ার অভিযোগ

রাশিয়া অভিযোগ করেছে, লিবিয়ায় বিদেশি সন্ত্রাসীদের প্রবেশে সহযোগিতা করছে তুরস্ক। লিবিয়ার বিদ্রোহীরা আন্তর্জাতিক সম্প্রদায় স্বীকৃতি ত্রিপোলিভিত্তিক সরকারকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করছে তবে তাতে বাধা দিচ্ছে তুরস্ক।

রাশিয়ার অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভ আজ (বুধবার) তুরস্কের বিরুদ্ধে এ বক্তব্য দিয়েছেন বলে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে। এর আগে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান নিশ্চিত করেছেন যে, লিবিয়ায় তুর্কিপন্থী সিরিয়ার গেরিলারা তৎপর রয়েছে।

 বোগদানভ লিবিয়া পরিস্থিতি উল্লেখ করে বলেন, সেখানকার যুদ্ধরত দুপক্ষ আংশিক যুদ্ধবিরতি মেনে চলছে তবে তারা পরিপূর্ণ যুদ্ধবিরতি মানতে প্রস্তুত নয়। তিনি বলেন, সম্ভাব্য যুদ্ধবিরতি দেশটিতে স্থায়ী রাজনৈতিক প্রক্রিয়া এগিয়ে নিতে সাহায্য করতে পারে।

এদিকে, লিবিয়ার বিদ্রোহী গেরিলারা তুরস্কের একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে। এ নিয়ে বিদ্রোহীরা একটি ভিডিও প্রকাশ করেছে। ড্রোনটি রাজধানী ত্রিপোলির পূর্ব পাশে উড়ছিল।#

পার্সটুডে/এসআইবি/২৬