করোনাভাইরাস: ইসরাইলে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি, অর্থনীতিতে ধস
এপ্রিল ০৫, ২০২০ ১৮:২৬ Asia/Dhaka
-
ইসরাইলে করোনার বিস্তার
ইহুদিবাদী ইসরাইলে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা আট হাজারের বেশি।
গতকাল থেকে এখন পর্যন্ত ৪২৩ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে পুরো আক্রান্তের সংখ্যা আট হাজার আঠারো জন। ইসরাইলে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪৬ জনের মৃত্যু হয়েছে। দৈনিক রাই আল-ইয়াওম পত্রিকা জানিয়েছে, করোনার বিস্তার ইসরাইলের অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলেছে। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান, পর্যটন শিল্প পুরোপুরি বন্ধ হয়ে গেছে। কৃষি এবং শিল্প-কল-কারখানাতেও করোনার নেতিবাচক প্রভাব পড়েছে মারাত্মকভাবে। স্বাস্থ্য ও চিকিৎসা ক্ষেত্রে ব্যয়ের পরিমাণও ভ্যাপক বেড়েছে বলে পত্রিকাটি জানিয়েছে।#
পার্সটুডে/এনএম/৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
ট্যাগ