হোমসের শহর দখলের হামলা ঠেকাল সিরিয়া: লড়াইয়ে নিহত ২৭ দায়েশ
https://parstoday.ir/bn/news/west_asia-i78977-হোমসের_শহর_দখলের_হামলা_ঠেকাল_সিরিয়া_লড়াইয়ে_নিহত_২৭_দায়েশ
সিরিয়ার সেনাবাহিনী দেশটির কেন্দ্রীয় প্রদেশ হোমসের একটি শহরের ওপর চালানো দায়েশ সন্ত্রাসীদের একটি বড় হামলা ব্যর্থ করে দিয়েছে। প্রচণ্ড যুদ্ধে প্রায় ২২ দায়েশ সন্ত্রাসী নিহত হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ১০, ২০২০ ২০:৩২ Asia/Dhaka
  • যুদ্ধ বিধ্বস্ত আস-সুখানার ফাইল ছবি
    যুদ্ধ বিধ্বস্ত আস-সুখানার ফাইল ছবি

সিরিয়ার সেনাবাহিনী দেশটির কেন্দ্রীয় প্রদেশ হোমসের একটি শহরের ওপর চালানো দায়েশ সন্ত্রাসীদের একটি বড় হামলা ব্যর্থ করে দিয়েছে। প্রচণ্ড যুদ্ধে প্রায় ২২ দায়েশ সন্ত্রাসী নিহত হয়েছে।

কথিত সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, রাশিয়া বিমান হামলার মাধ্যমে  সিরিয়ার সরকারি বাহিনীকে এ লড়াইয়ে সহায়তা করেছে। এতে হোমসের মরুশহর আস-সুখনা দখলের দায়েশের অপচেষ্টা ব্যর্থ হয়ে যায়। প্রচণ্ড যুদ্ধে অন্তত ২৭ জন দায়েশ সন্ত্রাসী নিহত হয়েছে বলেও যুক্তরাজ্যভিত্তিক সংস্থাটি আরও জানায়।

এদিকে, এর আগে, ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ জানিয়েছে, যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা চাপিয়ে দেয়ার কথা ভাবছে তারা। তাদের ঘোষণার পরই  আশ-সুখনার ওপর দায়েশের এই হামলা হলো। আরব দেশটি যখন করোনাভাইরাসের বিস্তার রোধে যথাসাধ্য তৎপরতা চালিয়ে যাচ্ছে তখন নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বিবেচনার কথা প্রকাশ করল ইইউ।# 

পার্সটুডে/মূসা রেজা/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।