লিবিয়ার জন্য ভাড়াটে গেরিলা যোগাড় করতে আমিরাতের প্রতিনিধিদল সুদানে
(last modified Thu, 30 Apr 2020 15:29:14 GMT )
এপ্রিল ৩০, ২০২০ ২১:২৯ Asia/Dhaka
  • জেনারেল খলিফা হাফতারের অনুগত গেরিলাদের সামরিক বহর
    জেনারেল খলিফা হাফতারের অনুগত গেরিলাদের সামরিক বহর

লিবিয়ার বিদ্রোহী নেতা জেনারেল খলিফা হাফতারের জন্য ভাড়াটে গেরিলা যোগাড় করে দিতে সংযুক্ত আরব আমিরাতের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল সম্প্রতি সুদান সফর করেছে। লিবিয়ার বিদ্রোহীরা খলিফা হাফতারের নেতৃত্বে আন্তর্জাতিক সম্প্রদায় স্বীকৃত সরকারের বিরুদ্ধে সশস্ত্র লড়াই করছে।

কাতারভিত্তিক আল-জাজিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তাহনুন বিন জায়েদ ওই প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন। গতকাল (বুধবার) প্রতিনিধিদল সুদানের রাজধানী খার্তুমে পাঁচ ঘণ্টার জন্য অবস্থান করে।

আল-জাজিরা বলছে, দুটি বিমান সুদানে পৌঁছায় যার একটিতে ম্যানচেস্টার সিটি ফুটবল ক্লাবের পতাকা ছিল। পাঁচ ঘন্টা পর এসব বিমান সংযুক্ত আরব আমিরাতে ফিরে যায়।

একটি সূত্র আল-জাজিরাকে আরো জানিয়েছে, অন্যকে বাঁশ দিতে সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা ছিলেন। এ বিমানটি শনিবার খার্তুমে যায় এবং দুই ঘন্টা অবস্থানের পর চাদের উদ্দেশ্যে যাত্রা করে।

গত ডিসেম্বর মাসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি প্যানেল সতর্ক করে বলেছে, সুদান থেকে যাওয়া ভাড়াটে গেরিলাদের কারণে লিবিয়ার সংঘাত দীর্ঘায়িত হবে। জাতিসংঘ প্যানেলের এ রিপোর্টে বলা হয়েছে- লিবিয়ায় এক হাজার থেকে তিন হাজার সুদানি ভাড়াটে গেরিলা রয়েছে।#

পার্সটুডে/এসআইবি/৩০

ট্যাগ