লিবিয়ায় বিরোধীদের সহায়তার জন্য ভাড়াটে সেনা পাঠিয়েছে আরব আমিরাত
(last modified Sun, 17 May 2020 12:31:11 GMT )
মে ১৭, ২০২০ ১৮:৩১ Asia/Dhaka
  • যুদ্ধবিধ্বস্ত লিবিয়া
    যুদ্ধবিধ্বস্ত লিবিয়া

লিবিয়ার বিদ্রোহী নেতা জেনারেল খলিফা হাফতারের অনুগত গেরিলাদের সহায়তা করার জন্য ভাড়াটে সেনা পাঠিয়েছে সংযুক্ত আরব আমিরাত।

জাতিসংঘের একটি বিশেষজ্ঞ প্যানেলের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ এ খবর দিয়েছে। খবরে বলা হয়েছে, দুবাইভিত্তিক দুটি প্রতিষ্ঠান এসব ভাড়াটে সেনা পাঠানোর কাজ করছে।

২০১৯ সালের জুন মাসে ব্রিটেন, আমেরিকা, ফ্রান্স, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার পাসপোর্টধারী কয়েকজন ভাড়াটে সন্ত্রাসী লিবিয়ায় গেছে এবং তাদেরকে বিপুল পরিমাণ অর্থ সহযোগিতা করেছে সংযুক্ত আরব আমিরাত।

জাতিসংঘের ওই বিশেষজ্ঞ প্যানেল বলছে, গত বছরের জুন মাসের শেষ দিকে এই ভাড়াটে সন্ত্রাসীদের দলটি লিবিয়ায় পৌঁছায় যার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার একজন নাগরিক ছিল। কিন্তু সেখান থেকে কিছুদিন পর তাদেরকে প্রত্যাহার করা হয় তবে কেন তাদেরকে প্রত্যাহার করা হয়েছে তা জানাতে পারে নি জাতিসংঘের এই প্যানেল।

নাম প্রকাশ না করার শর্তে দুজন কূটনীতিক ব্লুমবার্গকে বলেছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে বিষয়টি জানানো হয়েছিল। রিপোর্টে জানানো হয়- দুটি কোম্পানি হাফতার বাহিনীকে হেলিকপ্টার, ড্রোন এবং সাইবার লড়াই চালানোর জন্য প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করেছে। জাতিসংঘের পক্ষ থেকে যে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তা অমান্য করে এ সমস্ত প্রতিষ্ঠান হাফতার বাহিনীকে হেলিকপ্টার থেকে শুরু করে বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জাম সরবরাহ করেছে।

গত মাসে কাতারভিত্তিক আল-জাজিরার টেলিভিশন জানিয়েছিল যে, সংযুক্ত আরব আমিরাতের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সুদান সফর করেছে এবং ওই সফরের মাধ্যমে লিবিয়ায় যুদ্ধ করার জন্য ভাড়াটে সন্ত্রাসী জোগাড় করা হয়।#

পার্সটুডে/এসআইবি/১৭

ট্যাগ