জেনারেল সোলাইমানির শাহাদাতে প্রতিরোধ আন্দোলন থেমে যাবে না: হামাস
(last modified Thu, 21 May 2020 00:03:39 GMT )
মে ২১, ২০২০ ০৬:০৩ Asia/Dhaka
  •  হামাসের শীর্ষস্থানীয় নেতা মাহমুদ আজ- জেহার
    হামাসের শীর্ষস্থানীয় নেতা মাহমুদ আজ- জেহার

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষস্থানীয় নেতা মাহমুদ আজ- জেহার বলেছেন, ইরানের কুদস ফোর্সের কমান্ডার লেঃ জেনারেল কাসেম সোলাইমানির শাহাদাতের ফলে প্রতিরোধ সংগ্রাম থেমে যাবে না। ফিলিস্তিনিরা গত ৭২ বছর ধরে যেমন তাদের মাতৃভূমি মুক্ত করার শপথে অটল ছিল তেমনি ভবিষ্যতেও তাদের এ শপথ অটুট থাকবে।

হামাসের এই নেতা গতকাল (বুধবার) আসন্ন বিশ্ব কুদস দিবস উপলক্ষে এক ভিডিও বার্তায় এ মন্তব্য করেন। তিনি ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রামে ফিলিস্তিনি জনগণকে সহযোগিতা করার জন্য বিশ্বের স্বাধীনচেতা দেশগুলোর প্রতি আহ্বান জানান। মাহমুদ আজ-জেহার আসন্ন কুদস দিবসকে ফিলিস্তিনি জনগণের অধিকার আদায়ের গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে উল্লেখ করে বলেন, এই দিবস আরব দেশগুলোর সঙ্গে অন্যান্য মুসলিম দেশগুলোর সম্পর্ক শক্তিশালী করতে পারে।  

 লেঃ জেনারেল কাসেম সোলাইমানি

ইসলামি ইরানের স্থপতি ইমাম খোমেনী (রহ.) ১৯৭৯ সালে রমজান মাসের শেষ শুক্রবারকে বিশ্ব কুদস দিবস হিসেবে পালন করার আহ্বান জানান। তখন থেকে প্রতিবছর এ দিবস পালিত হয়ে আসছে।  যতদিন দখলদার ইহুদিবাদীদের কবল থেকে আল-আকসা মসজিদ সমৃদ্ধ বায়তুল মুকাদ্দাস বা আল-কুদস শহর মুক্ত না হচ্ছে ততদিন প্রতিবছর এ দিবস পালনের আহ্বান জানানো হয়। চলতি বছর ২২ মে শুক্রবার বিশ্ব কুদস দিবস পালন করা হবে।#

পার্সটুডে/এমএমআই/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ