ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে বন্দি বিনিময়ে শর্ত দিল হামাস
https://parstoday.ir/bn/news/west_asia-i80177-ইহুদিবাদী_ইসরাইলের_সঙ্গে_বন্দি_বিনিময়ে_শর্ত_দিল_হামাস
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের পলিটব্যুরো প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, ইহুদিবাদী ইসরাইল যতক্ষণ মূল্য পরিশোধ করতে রাজি না হচ্ছে ততক্ষণ তার সঙ্গে বন্দি বিনিময় চুক্তি করবে না তার সংগঠন। ইসরাইলি কারাগারে আটক ফিলিস্তিনি বন্দিদের মুক্ত করার জন্য হামাস সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে বলেও তিনি উল্লেখ করেছেন।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
মে ২৬, ২০২০ ০৬:৩২ Asia/Dhaka
  • ইসমাইল হানিয়া
    ইসমাইল হানিয়া

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের পলিটব্যুরো প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, ইহুদিবাদী ইসরাইল যতক্ষণ মূল্য পরিশোধ করতে রাজি না হচ্ছে ততক্ষণ তার সঙ্গে বন্দি বিনিময় চুক্তি করবে না তার সংগঠন। ইসরাইলি কারাগারে আটক ফিলিস্তিনি বন্দিদের মুক্ত করার জন্য হামাস সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে বলেও তিনি উল্লেখ করেছেন।

হামাস গত সপ্তাহেও এক বিবৃতিতে বলেছিল, তাদের হাতে আটক ইহুদিবাদী বন্দিদের মুক্তি পাওয়ার উপায় একটিই। আর তাহলো- দু’পক্ষের মধ্যে বন্দি বিনিময়।হামাসের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতা ইয়াহিয়া সিনওয়ার গতমাসে এক প্রস্তাব বলেছিলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কথা মাথায় রেখে তেল আবিব যদি ফিলিস্তিনি অসুস্থ, বৃদ্ধ, নারী ও শিশু বন্দিদের মুক্তি দেয় তাহলে তার সংগঠন ইসরাইলি বন্দিদের মুক্তির বিষয়টি বিবেচনা করবে।

হামাস এ পর্যন্ত বহুবার এভাবে ফিলিস্তিনি বন্দিদেরকে ইসরাইলি কারাগার থেকে মুক্ত করেছে (ফাইল ছবি)

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস সম্প্রতি জানিয়েছিল, ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে বন্দি বিনিময়ের ব্যাপারে দু’পক্ষের আলোচনায় কোনো অগ্রগতি হয়নি। এক বিবৃতিতে হামাস জানায়, তাদের হাতে বন্দি ইহুদিবাদীদের পরিবারবর্গকে বিভ্রান্ত করা এবং ফিলিস্তিনি বন্দিদের মানসিকভাবে চাপে রাখার জন্য আলোচনার নামে সময়ক্ষেপণ করছে তেল আবিব। ইহুদিবাদী ইসরাইলের কারাগারে বর্তমানে নারী, শিশু ও বৃদ্ধসহ চার হাজার ৮০০ ফিলিস্তিনি বন্দি রয়েছেন।#

পার্সটুডে/এমএমআই/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।