ফিলিস্তিনি ভূখণ্ড সংযুক্তকরণ: নিরাপত্তা পরিষদের উচ্চ পর্যায়ের বৈঠক চান মাহমুদ আব্বাস
https://parstoday.ir/bn/news/west_asia-i80670-ফিলিস্তিনি_ভূখণ্ড_সংযুক্তকরণ_নিরাপত্তা_পরিষদের_উচ্চ_পর্যায়ের_বৈঠক_চান_মাহমুদ_আব্বাস
ফিলিস্তিনের পশ্চিম তীর এবং জর্দান উপত্যকাকে ইহুদিবাদী ইসরাইল সংযুক্ত করার যে পরিকল্পনা নিয়ে সামনে এগোচ্ছে তার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়ার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উচ্চ পর্যায়ের বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তিনি দাবি করেছেন, সেই বৈঠকে বিভিন্ন দেশের প্রতিনিধিদের পরিবর্তে পররাষ্ট্রমন্ত্রীদের উপস্থিত থাকতে হবে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
জুন ১৪, ২০২০ ১৩:১৯ Asia/Dhaka
  • মাহমুদ আব্বাস
    মাহমুদ আব্বাস

ফিলিস্তিনের পশ্চিম তীর এবং জর্দান উপত্যকাকে ইহুদিবাদী ইসরাইল সংযুক্ত করার যে পরিকল্পনা নিয়ে সামনে এগোচ্ছে তার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়ার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উচ্চ পর্যায়ের বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তিনি দাবি করেছেন, সেই বৈঠকে বিভিন্ন দেশের প্রতিনিধিদের পরিবর্তে পররাষ্ট্রমন্ত্রীদের উপস্থিত থাকতে হবে।

ফিলিস্তিনি মুক্তি সংস্থা বা পিএলও'র নির্বাহী কমিটির মহাসচিব সায়েব এরিকাত আরবি ভাষার রেডিও চ্যানেল ভয়েস অব ফিলিস্তিনকে গতকাল (শনিবার) জানিয়েছেন, প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত রিয়াদ মানসুরকে এ বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছেন যাতে আগামী ২৪ জুন এই বৈঠক অনুষ্ঠিত হয়। ইহুদিবাদী ইসরাইল যাতে ফিলিস্তিনের ভূখণ্ড দখল করতে না পারে তার জন্য একটি আন্তর্জাতিক পর্যায়ের জোট গঠনেরও প্রস্তাব করেছেন তিনি।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ

ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি, ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া এবং চীনের সাম্প্রতিক অবস্থানেরও প্রশংসা করেন এরিকাত। তিনি বলেন, এ ধরনের অবস্থান প্রমাণ করে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন লাভে সক্ষম হয়েছে ফিলিস্তিন।

সম্প্রতি ফিলিস্তিনি কর্তৃপক্ষ ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, পশ্চিম তীর সংযুক্ত করার যে পরিকল্পনা নিয়েছে ইহুদিবাদী ইসরাইল সেজন্য তেল আবিবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। পাশাপাশি ১৯৬৭ সালের সীমানা অনুযায়ী ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে।

সায়েব এরিকাত ফিলিস্তিনি জনগণকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করার জন্য আরব দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। এছাড়া, ইসরাইলের পক্ষ থেকে সৃষ্ট অর্থনৈতিক ও রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আরব দেশগুলোর সহযোগিতা চান তিনি।#

পার্সটুডে/এসআইবি/১৪