ক্ষীণ হয়ে আসছে বাংলাদেশি মুসল্লিদের হজে যাওয়ার সম্ভাবনা
https://parstoday.ir/bn/news/west_asia-i80796-ক্ষীণ_হয়ে_আসছে_বাংলাদেশি_মুসল্লিদের_হজে_যাওয়ার_সম্ভাবনা
যতো দিন যাচ্ছে ততোই ক্ষীণ হচ্ছে বাংলাদেশি মুসল্লিদের হজে যাওয়ার সম্ভাবনা। দেশের হজ সংশ্লিষ্টরা বলছেন, সৌদি সরকারের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছেন তারা, কিন্তু মিলছে না কোন সদুত্তর। তবে ইতিবাচক কোন সিদ্ধান্ত হলে, পরিস্থিতি বিবেচনা করে মুসল্লি পাঠানোর সিদ্ধান্ত নেবে বাংলাদেশ।#
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ১৯, ২০২০ ১৭:৩৪ Asia/Dhaka

যতো দিন যাচ্ছে ততোই ক্ষীণ হচ্ছে বাংলাদেশি মুসল্লিদের হজে যাওয়ার সম্ভাবনা। দেশের হজ সংশ্লিষ্টরা বলছেন, সৌদি সরকারের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছেন তারা, কিন্তু মিলছে না কোন সদুত্তর। তবে ইতিবাচক কোন সিদ্ধান্ত হলে, পরিস্থিতি বিবেচনা করে মুসল্লি পাঠানোর সিদ্ধান্ত নেবে বাংলাদেশ।#

পার্সটুডে/মো.আবুসাঈদ/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।