ইয়েমেন: পক্ষ ত্যাগ করলেন হাদি সরকারের সাবেক মন্ত্রী
https://parstoday.ir/bn/news/west_asia-i80871-ইয়েমেন_পক্ষ_ত্যাগ_করলেন_হাদি_সরকারের_সাবেক_মন্ত্রী
ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদি সরকারের শিল্প ও বাণিজ্যমন্ত্রী পক্ষ ত্যাগ করেছেন। তিনি বলেছেন, যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনকে খণ্ড-বিখণ্ড করার চেষ্টা করছে সৌদি আরব।
(last modified 2025-11-11T14:44:42+00:00 )
জুন ২২, ২০২০ ২০:৫৭ Asia/Dhaka
  • সৌদিপন্থি গেরিলাদের সঙ্গে সংঘর্ষের মাঝে  আমিরাতপন্থি গেরিলারা হেঁটে যাচ্ছে
    সৌদিপন্থি গেরিলাদের সঙ্গে সংঘর্ষের মাঝে আমিরাতপন্থি গেরিলারা হেঁটে যাচ্ছে

ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদি সরকারের শিল্প ও বাণিজ্যমন্ত্রী পক্ষ ত্যাগ করেছেন। তিনি বলেছেন, যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনকে খণ্ড-বিখণ্ড করার চেষ্টা করছে সৌদি আরব।

ইয়েমেনের বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, গতকাল রোববার মুহাম্মাদ আল-মাইতামি নামে মন্ত্রী মানসুদ হাদি সরকারের পক্ষ ত্যাগ করেন। তিনি বলেন, সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোটে অংশ নেয়া আঞ্চলিক কয়েকটি দেশ ২৪ ঘণ্টা চেষ্টা চালায় যাতে ইয়েমেনকে খণ্ড-বিখণ্ড করা যায়। আল-মাইতামি মানুসর হাদিকে অযোগ্য বলেও মন্তব্য করেন। তিনি বলেন, হাদির পক্ষে কখনোই সৌদি নেতৃত্বাধীন জোটের সামনে ব্যক্তিগত শক্ত অবস্থান নেয়া সম্ভব হবে না। মানসুর হাদির নানা রকমের সিদ্ধান্তের কারণে এরইমধ্যে বেশ কয়েকজন তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন।

সৌদি হামলায় বিধ্বস্ত ইয়েমেন

গত শনিবার হাদির কয়েকজন ঘনিষ্ঠ ব্যক্তি ইয়েমেনের গোলযোগ, আগ্রাসন এবং সংযুক্ত আরব আমিরাত সমর্থিত গেরিলাদের থামানোর জন্য সৌদি নেতৃত্বাধীন জোটের প্রতি আহ্বান জানিয়েছেন।

২০১৫ সালের ২৬ মার্চ সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোট ইয়েমেনে আগ্রাসন চালায় এবং দেশটিকে কার্যত ধ্বংসস্তুপে পরিণত করেছে। এ কাজে আমেরিকা, ব্রিটেনসহ পাশ্চাত্যের বহু দেশ সৌদি জোটকে প্রত্যক্ষ এবং পরোক্ষ সহযোগিতা করে আসছে।#

পার্সটুডে/এসআইবি/২২