ইসরাইল পশ্চিম তীর দখল করলে তৃতীয় ইন্তিফাদা শুরু করব: ফিলিস্তিন
(last modified Sun, 05 Jul 2020 00:08:33 GMT )
জুলাই ০৫, ২০২০ ০৬:০৮ Asia/Dhaka
  • ফাতাহ আন্দোলনের শীর্ষস্থানীয় নেতা ও মাহমুদ আব্বাসের উপদেষ্টা নাবিল শাস
    ফাতাহ আন্দোলনের শীর্ষস্থানীয় নেতা ও মাহমুদ আব্বাসের উপদেষ্টা নাবিল শাস

ইহুদিবাদী ইসরাইল অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীর দখলে নেয়ার পরিকল্পনা বাস্তবায়ন করলে ফিলিস্তিনি জনগণ তৃতীয় ইন্তিফাদা গণআন্দোলন শুরু করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্টের উপদেষ্টা নাবিল শাস।

ফাতাহ আন্দোলনের শীর্ষস্থানীয় নেতা ও মাহমুদ আব্বাসের উপদেষ্টা নাবিল শাস শনিবার এক বক্তব্যে বলেন, আমরা সব ধরনের ব্যবস্থা নেয়ার পথ খোলা রেখেছি। পশ্চিম তীরকে ইসরাইলের সঙ্গে সংযুক্ত করে নিলে ফিলিস্তিনিরা ‘ইন্তিফাদা’ গণআন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

জর্দান নদীর পশ্চিম তীরে ফিলিস্তিনি ভূখণ্ডে এভাবেই গড়ে তোলা হয়েছে অবৈধ ইহুদি বসতি (ফাইল ছবি)

নাবিল শাস বলেন, বর্তমান পরিস্থিতিতে আরব দেশগুলোর উচিত ফিলিস্তিনের প্রতি সমর্থন ব্যক্ত করা।  

আমেরিকার পৃষ্ঠপোষকতায় ইহুদিবাদী ইসরাইল পশ্চিম তীরের ৩০ শতাংশ ভূমি নিজের অন্তর্গত করে নেবে বলে একটি পরিকল্পনা চূড়ান্ত করেছে। গত ১ জুলাই এ পরিকল্পনা বাস্তবায়ন করার কথা ছিল; কিন্তু আন্তর্জাতিক সমাজের তীব্র বিরোধিতার কারণে পরিকল্পনাটি বাস্তবায়নের কাজ পিছিয়ে দিয়েছে তেল আবিব।#

পার্সটুডে/এমএমআই/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ