ইসরাইলি ষড়যন্ত্র মোকাবেলায় আমরা ঐক্যবদ্ধ: হামাস ও ফাতাহ
https://parstoday.ir/bn/news/west_asia-i81263-ইসরাইলি_ষড়যন্ত্র_মোকাবেলায়_আমরা_ঐক্যবদ্ধ_হামাস_ও_ফাতাহ
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ও প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফাতাহ আবারও ঐক্যবদ্ধভাবে ইসরাইলি ষড়যন্ত্র মোকাবেলার ঘোষণা দিয়েছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ০৭, ২০২০ ১৬:০৬ Asia/Dhaka
  • ইসরাইলি ষড়যন্ত্র মোকাবেলায় আমরা ঐক্যবদ্ধ: হামাস ও ফাতাহ

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ও প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফাতাহ আবারও ঐক্যবদ্ধভাবে ইসরাইলি ষড়যন্ত্র মোকাবেলার ঘোষণা দিয়েছেন।

হামাসের নেতা হিশাম বাদরান ফাতাহ'র কেন্দ্রীয় কমিটির সদস্য আহমাদ হালাসের সঙ্গে যৌথ বৈঠকে বলেছেন, ফিলিস্তিনের সব সংগঠন সর্বশক্তি দিয়ে ইসরাইলের ষড়যন্ত্র মোকাবেলা করতে প্রস্তুত রয়েছে।

তিনি আরও বলেন, ইহুদিবাদী আগ্রাসীদের বিরুদ্ধে ফিলিস্তিনি জাতি ঐক্যবদ্ধ এবং হামাস ও ফাতাহ সবার চেয়ে অগ্রগামী

এর আগে গত সপ্তাহে ফাতাহ আন্দোলনের মহাসচিব জিবরিল রাজুব বলেছেন, “আমরা শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ যে, ইহুদিবাদী ইরাইলের পক্ষ থেকে আসা এই চ্যালেঞ্জকে হামাসের সঙ্গে মিলেমিশে মোকাবেলা করবো।” তিনি আরো বলেন, ইহুদিবাদী ইসরাইলের এই ভূমিদখল পরিকল্পনা রুখে দিতে জাতীয় ঐক্য ধরে রাখার জন্য সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

রাজুব বলেন, “আজকে আমরা ঐক্যবদ্ধ কণ্ঠে কথা বলতে চাই এবং এ সিদ্ধান্ত আমাদের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস অনুমোদন করেছেন।”

সেদিনের ভিডিও কনফারেন্সে অংশ নেয়া হামাসের নেতা সালেহ আল-আরুরি বলেছিলেন, এই ভিডিও কনফারেন্স একটি সুযোগ এবং ইসরাইল যে বিপজ্জনক পরিকল্পনা নিয়েছে তার বিরুদ্ধে এখন থেকে ফিলিস্তিনি জনগণের স্বার্থে কাজ করার কৌশলগত পথ তৈরি হবে। এ সময় হামাসের এ নেতা ইসরাইলের পরিকল্পনা নস্যাৎ করার জন্য জনগণের প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান।

পশ্চিম তীরের ৩০ শতাংশ ভূখণ্ড গ্রাসের পরিকল্পনা রুখে দিতে ফিলিস্তিনের অন্য সংগঠনগুলোও একসঙ্গে কাজ করার ঘোষণা দিয়েছে। #  

পার্সটুডে/এসএ/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।