বাগদাদে গাড়ি বোমা হামলায় ১৭ জিয়ারতকারী নিহত, আহত ৩৫
https://parstoday.ir/bn/news/west_asia-i8128-বাগদাদে_গাড়ি_বোমা_হামলায়_১৭_জিয়ারতকারী_নিহত_আহত_৩৫
ইরাকের রাজধানী বাগদাদে গাড়ি বোমা হামলায় অন্তত ২৩ জন নিহত এবং ৩৭ জন আহত হয়েছে। দেশটির নিরাপত্তা ও হাসপাতাল সূত্র এ তথ্য জানিয়েছে। শিয়া মুসলমান জিয়ারতকারীদের লক্ষ্য করে ন্যক্কারজনক এ বোমা হামলা চালানো হয়েছে বলে জানানো হয়েছে।
(last modified 2025-10-27T13:35:51+00:00 )
এপ্রিল ৩০, ২০১৬ ১৭:১৭ Asia/Dhaka
  • বাগদাদে গাড়ি বোমা হামলায় ১৭ জিয়ারতকারী নিহত, আহত ৩৫

ইরাকের রাজধানী বাগদাদে গাড়ি বোমা হামলায় অন্তত ২৩ জন নিহত এবং ৩৭ জন আহত হয়েছে। দেশটির নিরাপত্তা ও হাসপাতাল সূত্র এ তথ্য জানিয়েছে। শিয়া মুসলমান জিয়ারতকারীদের লক্ষ্য করে ন্যক্কারজনক এ বোমা হামলা চালানো হয়েছে বলে জানানো হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র বলেছে, আজ (শনিবার) ভোরে বাগদাদের নাহ্‌রওয়ান অঞ্চলে এ হামলা চালানো হয়েছে। নবী বংশের সপ্তম ইমাম মুসা বিন জাফর আল কাজেমের শাহাদত বার্ষিকী পালনের জন্য কাজেমিয়া যাওয়ার পথে জিয়ারতকারীরা হামলার শিকার হলেন। আহতদের মধ্যে কারো কারো অবস্থা সংকটাপন্ন হওয়ায় নিহতের সংখ্যা আরো বাড়ার আশংকা করা হচ্ছে।# 

এখনো কেউ এ হামলার দায়-দায়িত্ব স্বীকার করে নি।# 

মূসা রেজা/৩০