লিবিয়ায় মিশরের জড়িত হওয়া অবৈধ: এরদোগান
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান লিবিয়ার বিদ্রোহীদের সমর্থন দিয়ে মিশর অবৈধ কার্যক্রম চালাচ্ছে। এছাড়া, লিবিয়ায় জড়িয়ে যাওয়া আরেক পক্ষ সংযুক্ত আরব আমিরাতের কার্যক্রমেরও নিন্দা জানিয়েছেন তিনি।
সম্প্রতি, মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আস-সিসি রাজধানী কায়রোতে লিবিয়ার বেনগাজির উপজাতি নেতাদের সঙ্গে আলোচনা করেন। এসময় তিনি লিবিয়ার আন্তর্জাতিক স্বীকৃত জিএনএ সরকারকে হুমকি দিয়ে বলেন, আঞ্চলিক নিরাপত্তার স্বার্থে লিবিয়া ইস্যুতে মিশর চুপ করে বসে থাকবে না। তবে এমন হুমকিকে যুদ্ধের উসকানি হিসেবে দেখছে জিএনএ সরকার। একইসঙ্গে আশঙ্কা প্রকাশ করেছে, উপজাতি গোষ্ঠিগুলোকে অস্ত্র দিয়ে লিবিয়াকে আরো অস্থিতিশীল করতে চাইছে মিশর। এরপরই তুর্কি প্রেসিডেন্ট এই নিন্দা জানালেন। লিবিয়া সংঘাতে দেশটির জিএনএ সরকারকে সমর্থন দিচ্ছে তুরস্ক।
অন্যদিকে মিশর, আরব আমিরাত ও রাশিয়া বিদ্রোহী নেতা জেনারেল খলিফা হাফতারকে সমর্থন দিচ্ছে। লিবিয়ার পূর্বাঞ্চল নিয়ন্ত্রণ করেন খলিফা হাফতার। সম্প্রতি তুরস্ক জিএনএ সরকারের সমর্থনে লিবিয়ায় সেনা পাঠালে চাপের মুখে পড়ে বিদ্রোহীরা। বেশ কিছু শহর পুনরায় দখলে সক্ষম হয় জিএনএ সরকার।
এ কারণে চলতি সপ্তাহে দেশটির পূর্বাঞ্চলীয় বিদ্রোহী সরকার মিশরকে লিবিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের আহবান জানায়। এ পরিপ্রেক্ষিতে এরদোগান বলেন, মিশর লিবিয়াতে প্রবেশ করলেও জিএনএকে সহায়তা চালিয়ে যাবে তুরস্ক।#
পার্সটুডে/এসআইবি/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।