রাজা সালমান অসুস্থ: ইরাকি প্রধানমন্ত্রীর সফর স্থগিত করল রিয়াদ
https://parstoday.ir/bn/news/west_asia-i81605-রাজা_সালমান_অসুস্থ_ইরাকি_প্রধানমন্ত্রীর_সফর_স্থগিত_করল_রিয়াদ
রাজা সালমান বিন আবদুল আজিজ অসুস্থ হওয়ার কারণে ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাজেমির সৌদি সফর স্থগিত করা হয়েছে। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আলে সৌদ আজ (সোমবার) এ ঘোষণা দেন। সৌদি রাজা বর্তমানে রাজধানী রিয়াদের একটি বিশেষায়িত হাসপাতালে ভর্তি রয়েছেন।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
জুলাই ২০, ২০২০ ২২:০৯ Asia/Dhaka
  • ইরাকি প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাজেমি
    ইরাকি প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাজেমি

রাজা সালমান বিন আবদুল আজিজ অসুস্থ হওয়ার কারণে ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাজেমির সৌদি সফর স্থগিত করা হয়েছে। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আলে সৌদ আজ (সোমবার) এ ঘোষণা দেন। সৌদি রাজা বর্তমানে রাজধানী রিয়াদের একটি বিশেষায়িত হাসপাতালে ভর্তি রয়েছেন।

ইরাকের প্রধানমন্ত্রীর রিয়াদ সফর স্থগিত করা প্রসঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রী এক টুইটার পোস্টে বলেছেন, “এই সফরের গুরুত্ব অনুধাবন করে এবং সফর যাতে সফল হয় সেজন্য আমাদের বিজ্ঞ নেতৃত্ব ইরাকের ভাইদের সঙ্গে সমন্বয় করে সফর স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন।” 

রাজা সালমান

আজ দিনের শুরুর দিকে সৌদি গণমাধ্যম জানিয়েছে যে, রাজা সালমান বিন আবদুল আজিজকে রিয়াদের কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইরাকের প্রধানমন্ত্রীর আজ সৌদি সফরে যাওয়ার কথা ছিল। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর এটাই তার প্রথম বিদেশ সফর। সৌদি সফর শেষে মুস্তাফা আল-কাজেমি ইসলামি প্রজাতন্ত্র সফর করবেন বলে কথা রয়েছে। এরপর তিনি আমেরিকা সপরে যাবেন। তার এ ত্রিমুখী সফরকে আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।#

পার্সটুডে/এসআইবি/২০