গতকালের ইসরাইলি হঠকারিতার নিন্দা জানালেন লেবাননের প্রেসিডেন্ট
-
মিশেল আউন
লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন বলেছেন, ইহুদিবাদী ইসরাইল দক্ষিণ লেবাননের স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করেছে। তিনি আজ (মঙ্গলবার) জাতীয় প্রতিরক্ষা পরিষদের বৈঠকে এ কথা বলেন।
আউন আরও বলেছেন, গতকাল ইসরাইলি বাহিনী যা করেছে তা সরাসরি হুমকি। তিনি বলেন, ইসরাইলি বাহিনী এমন সময় দক্ষিণ লেবাননে আগ্রাসন চালিয়েছে যখন জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সেখানে শান্তিরক্ষীদের অবস্থানের মেয়াদ বাড়ানোর বিষয়টি পর্যালোচনা করবে বলে কথা রয়েছে।
ইসরাইলি বাহিনী গতকাল লেবাননের কাফারশোবা এলাকা ও শাবা কৃষিভূমিতে হামলা চালায়। এরপর তারা লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর বিরুদ্ধে প্রচারযুদ্ধ শুরু করে। ইসরাইলের কোনো কোনো গণমাধ্যম দাবি করে, হিজবুল্লাহ ইসরাইলে হামলার চেষ্টা করেছিল কিন্তু তা প্রতিহত করা হয়েছে। এ সময় হিজবুল্লাহর কয়েক জন সেনা নিহত অথবা আহত হয়েছে বলেও তারা দাবি করে। তবে হিজবুল্লাহ সরাসরি ইসরাইলের এই দাবি প্রত্যাখ্যান করেছে।
সোমবার বিকেলেই হিজবুল্লাহ এক বিবৃতিতে তেল আবিবের এ দাবি প্রত্যাখ্যান করে বলেছে, ইসরাইলি সেনারা বিমান হামলা চালিয়ে কয়েকজন হিজবুল্লাহ যোদ্ধাকে হতাহত করার যে দাবি করেছে তাও সম্পূর্ণ কল্পনাপ্রসূত। হিজবুল্লাহর প্রতিশোধমূলক হামলার ভয়ে ইহুদিবাদী ইসরাইল চোখে অন্ধকার দেখছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
লেবাননের প্রতিরোধ আন্দোলন ওই বিবৃতিতে আরো বলেছে, সাম্প্রতিক ইসরাইলি হামলায় নিজেদের যোদ্ধা আলী কামেল মোহসেন হত্যাকাণ্ডের প্রতিশোধ নেয়ার অধিকার সংরক্ষণ করে হিজবুল্লাহ। গত সোমবার সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরাইলি হামলায় ওই হিজবুল্লাহ যোদ্ধা শাহাদাতবরণ করেন।
বিবৃতিতে বলা হয়, ইসরাইল যেন ওই বর্বরোচিত হত্যাকাণ্ডের সমুচিত জবাবের অপেক্ষায় থাকে।#
পার্সটুডে/এসএ/২৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।