সিরিয়ার কোনো বন্দরে বিস্ফোরক মজুদ করা হয়নি: যোগাযোগ মন্ত্রী
-
আলী হামুদ
সিরিয়ার সড়ক যোগাযোগ ও পরিবহন আলী হামুদ বলেছেন, তাদের বন্দরগুলোতে কোনো ধরনের বিস্ফোরক দ্রব্য মজুদ করা হয়নি।
লেবাননের বৈরুত বন্দরে মজুদ বিস্ফোরক পদার্থে ভয়াবহ বিস্ফোরণের প্রতি ইঙ্গিত করে আজ (সোমবার) এ কথা বলেছেন। মন্ত্রী আরও বলেছেন, বন্দরগুলোতে এ ধরণের কোনো দ্রব্যের মজুদ নেই। কাস্টমসেও এ ধরণের কোনো বিস্ফোরক দ্রব্য আটকে রাখা হয়নি।
বৈরুত বন্দরে ভয়াবহ বিস্ফোরণে নিহতদের মধ্যে সিরিয়ার ৪৩ জন নাগরিক রয়েছে। বৈরুত বিস্ফোরণের কারণে সিরিয়ার জনগণও শোকাচ্ছন্ন।
সিরিয়ার জনগণের মধ্যে এখন এই উদ্বেগ কাজ করছে যে, তাদের কোনো বন্দরে এ ধরণের বিস্ফোরক দ্রব্য মজুদ থাকলে তা ভয়াবহ বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়াতে পারে। সিরিয়ায় মাঝে মধ্যেই বিমান হামলা চালায় ইসরাইলি বাহিনী।
সিরিয়া হচ্ছে লেবাননের প্রতিবেশী দেশ এবং দুই দেশের মধ্যে সুসম্পর্ক রয়েছে। সিরিয়ায় সন্ত্রাসবিরোধী অভিযানে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ সহযোগিতা করছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৈরুত বন্দরে ভয়াবহ বিস্ফোরণে এ পর্যন্ত ১৫৮ জন নিহত ও ছয় হাজারের বেশি ব্যক্তি আহত হয়েছে।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।