ড্রোন হামলায় সীমান্তরক্ষী হত্যার নিন্দা করল ইরাক
(last modified Wed, 12 Aug 2020 06:41:21 GMT )
আগস্ট ১২, ২০২০ ১২:৪১ Asia/Dhaka
  • বারহাম সালিহ
    বারহাম সালিহ

ইরাকের স্বায়ত্ত্বশাসিত কুর্দিস্তান অঞ্চলে তুরস্কের ড্রোন হামলায় দুজন ইরাকি সীমান্তরক্ষী কর্মকর্তা হত্যার কঠোর নিন্দা করেছে বাগদাদ।

ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহ’র কার্যালয় থেকে গতকাল (মঙ্গলবার) প্রকাশিত এক বিবৃতিতে এ নিন্দা জানিয়ে বলা হয়েছে, ড্রোন হামলার মাধ্যমে তুরস্ক বিপজ্জনকভাবে ইরাকের সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে- ইরাকের অভ্যন্তরে সব ধরনের সামরিক অভিযান বন্ধ করতে হবে তুরস্ককে। এছাড়া, দু দেশের সীমান্ত নিয়ে যে সমস্যা আছে তা আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে সমাধানের আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট বারহাম সালিহ।

তুর্কি ড্রোন

এর আগে, গতকালই কুর্দিস্তানের সিদাকান এলাকায় তুর্কি ড্রোন হামলায় ইরাকি সীমান্তরক্ষী বাহিনীর দুজন ব্যাটেলিয়ন কমান্ডার ও তাদের ড্রাইভার নিহত হন। সিদাকান শহরের মেয়র ঈশান চালাবি কুর্দি ভাষার রুদাও টেলিভিশন চ্যানেলকে বলেন, পিকেকে গেরিলাদের সঙ্গে বৈঠকের সময় ইরাকি সীমান্তরক্ষী বাহিনীর কমান্ডারদের লক্ষ্য করে তুর্কি ড্রোন থেকে হামলা চালানো হয়।#

পার্সটুডে/এসআইবি/১২

ট্যাগ